১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ব্রাজিল-মেক্সিকো: নিষ্ফল ৪৫ মিনিট

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের ডিফেন্সে আক্রমণ চালিয়ে যেতে থাকে মেক্সিকো। তখন ডিফেন্স নিয়ে ব্যস্ত থাকলেও দ্রুতই সামলে ওঠে ব্রাজিল। শুরু হয় পাল্টা আক্রমণ। রুদ্ধশ্বাস আক্রমণ-প্রতিআক্রমণের মাঝেও গোলশূন্য কাটল প্রথমার্ধ।

চলতি রাশিয়া বিশ্বকাপ তো ‘জায়ান্ট কিলার’। গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ ষোলোর প্রথম দুই দিনে বিদায় নিয়েছে জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালের মতো দলগুলো। বিদায় নিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, আন্দ্রেস ইনিয়েস্তা, টনি ক্রুসদের মতো তারকারা। এবার অগ্নিপরীক্ষায় মাঠে নেমেছে ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াইয়ে ডিফেন্ডার মার্সেলোকে পাচ্ছে না হেক্সা মিশনে থাকা ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের শুরুর দিকে পিঠের ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যান এই লেফট-ব্যাক। তবে ব্রাজিল শিবিরে সুখের খবর হলো নেইমারের ছন্দে ফেরা। বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের পুরোপুরি ছন্দে ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছেন কোচ তিতে। এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র ১টি গোল করেছে নেইমার।

ব্রাজিল একাদশ: আলিসন, ফাগনার, চিয়াগো সিলভা, মিরান্দা, ফিলিপে লুইস, পাওলিনিয়ো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, উইলিয়ান, গাব্রিয়েল জেসুস, নেইমার।

মেক্সিকো একাদশ: গিলের্মো ওচোয়া, এদসন আলভারেস, উগো আইয়ালা, কার্লোস সালসেদো, হেসুস গাইয়ার্দো, এক্তর এররেরা, রাফায়েল মার্কেস, আদ্রেয়াস গুয়ার্দাদো, কার্লোস ভেলা, হাভিয়ের এরনান্দেস, ইয়ার্ভিং লোসানো

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ব্রাজিল-মেক্সিকো: নিষ্ফল ৪৫ মিনিট

প্রকাশিত : ০৮:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের ডিফেন্সে আক্রমণ চালিয়ে যেতে থাকে মেক্সিকো। তখন ডিফেন্স নিয়ে ব্যস্ত থাকলেও দ্রুতই সামলে ওঠে ব্রাজিল। শুরু হয় পাল্টা আক্রমণ। রুদ্ধশ্বাস আক্রমণ-প্রতিআক্রমণের মাঝেও গোলশূন্য কাটল প্রথমার্ধ।

চলতি রাশিয়া বিশ্বকাপ তো ‘জায়ান্ট কিলার’। গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ ষোলোর প্রথম দুই দিনে বিদায় নিয়েছে জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালের মতো দলগুলো। বিদায় নিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, আন্দ্রেস ইনিয়েস্তা, টনি ক্রুসদের মতো তারকারা। এবার অগ্নিপরীক্ষায় মাঠে নেমেছে ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াইয়ে ডিফেন্ডার মার্সেলোকে পাচ্ছে না হেক্সা মিশনে থাকা ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের শুরুর দিকে পিঠের ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যান এই লেফট-ব্যাক। তবে ব্রাজিল শিবিরে সুখের খবর হলো নেইমারের ছন্দে ফেরা। বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের পুরোপুরি ছন্দে ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছেন কোচ তিতে। এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র ১টি গোল করেছে নেইমার।

ব্রাজিল একাদশ: আলিসন, ফাগনার, চিয়াগো সিলভা, মিরান্দা, ফিলিপে লুইস, পাওলিনিয়ো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, উইলিয়ান, গাব্রিয়েল জেসুস, নেইমার।

মেক্সিকো একাদশ: গিলের্মো ওচোয়া, এদসন আলভারেস, উগো আইয়ালা, কার্লোস সালসেদো, হেসুস গাইয়ার্দো, এক্তর এররেরা, রাফায়েল মার্কেস, আদ্রেয়াস গুয়ার্দাদো, কার্লোস ভেলা, হাভিয়ের এরনান্দেস, ইয়ার্ভিং লোসানো