০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

এমন হার মানতে পারছেন না জাপানের কোচ

গতকাল রাতে বিশ্বকাপের শেষ ষোলর ম্যাচে বেলজিয়ামের কাছে ইনজুরি সময়ের শেষ মিনিটে গোল গেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাপান। পুরো ম্যাচে ধারাবাহিকভাবে ভাল খেলে গেলেও শেষ পর্যন্ত হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় এশিয়ার প্রতিনিধিদের।

প্রথমার্ধ গোলশুন্য সমতায় শেষ হলেও বিরতির পরপরই সবাইকে অবাক করে দিয়ে দু’গোলে এগিয়ে যায় জাপান। তবে পিছিয়ে পরেও দমে যায়নি হ্যাজার্ড, ডি ব্রুইনরা। একের পর এক আক্রমণ চালাতে থাকে বেলজিয়াম আক্রমনভাগের খেলোয়াড়েরা।

ভারতেঙ্গন আর ফেলাইনির গোলে সমতায়ও ফেরে বেলজিয়ানরা। তবে যখন সবাই ভাবছিল হয়ত অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচ তখনই এক কউন্টার অ্যাটাকে জাপানের সমস্ত স্বপ্ন ভঙ্গ করে দিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে জান বেলজিয়ান খেলোয়াড় নাসের চাদলি।

তবে পুরো ম্যাচ বেলজিয়ান পাওয়ার ফুটবলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেলেও শেষ মুহূর্তের গোলে বিদায় যেন কিছুতেই মেনে নিতে পারছেন না জাপানের কোচ আকিরা নিশিনো। তার কাছে সব যেন বড্ড কষ্টকর লাগছে।

ম্যাচ শেষে কথা বলার সময়ই বেশ কাঁদো কাঁদো অবস্থায় কথা বলছিলেন নিশিনো। ম্যাচে এভাবে হেরে যাওয়া নিয়ে নিশিনো বলেন, ‘আমরা সত্যিই এরকম কোন শেষ আশা করিনি। এটা সত্যি অনেক কষ্টকর ছিল। আমরা জয়ের পথেই ছিলাম আর এর জন্যই লড়ছিলাম তবে ম্যাচ শেষে উল্টো আমরাই হেরে গেলাম। যেটা আমরা কখনই কল্পনা করিনি।’

তিনি আরও বলেন, ‘আমি জানতাম আমার দলের খেলোয়াড়েরা খুব শক্তিশালী তাই আমি জয় বাদে অন্য কিছুই কল্পনা করছিলাম না। তবে কিছুক্ষণের মাঝেই দেখি তারা সমতায় ফিরে গেল আর সব কিছুর উপর কর্তৃত্বও নিয়ে নিলো।’

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এমন হার মানতে পারছেন না জাপানের কোচ

প্রকাশিত : ০৭:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮

গতকাল রাতে বিশ্বকাপের শেষ ষোলর ম্যাচে বেলজিয়ামের কাছে ইনজুরি সময়ের শেষ মিনিটে গোল গেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাপান। পুরো ম্যাচে ধারাবাহিকভাবে ভাল খেলে গেলেও শেষ পর্যন্ত হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় এশিয়ার প্রতিনিধিদের।

প্রথমার্ধ গোলশুন্য সমতায় শেষ হলেও বিরতির পরপরই সবাইকে অবাক করে দিয়ে দু’গোলে এগিয়ে যায় জাপান। তবে পিছিয়ে পরেও দমে যায়নি হ্যাজার্ড, ডি ব্রুইনরা। একের পর এক আক্রমণ চালাতে থাকে বেলজিয়াম আক্রমনভাগের খেলোয়াড়েরা।

ভারতেঙ্গন আর ফেলাইনির গোলে সমতায়ও ফেরে বেলজিয়ানরা। তবে যখন সবাই ভাবছিল হয়ত অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচ তখনই এক কউন্টার অ্যাটাকে জাপানের সমস্ত স্বপ্ন ভঙ্গ করে দিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে জান বেলজিয়ান খেলোয়াড় নাসের চাদলি।

তবে পুরো ম্যাচ বেলজিয়ান পাওয়ার ফুটবলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেলেও শেষ মুহূর্তের গোলে বিদায় যেন কিছুতেই মেনে নিতে পারছেন না জাপানের কোচ আকিরা নিশিনো। তার কাছে সব যেন বড্ড কষ্টকর লাগছে।

ম্যাচ শেষে কথা বলার সময়ই বেশ কাঁদো কাঁদো অবস্থায় কথা বলছিলেন নিশিনো। ম্যাচে এভাবে হেরে যাওয়া নিয়ে নিশিনো বলেন, ‘আমরা সত্যিই এরকম কোন শেষ আশা করিনি। এটা সত্যি অনেক কষ্টকর ছিল। আমরা জয়ের পথেই ছিলাম আর এর জন্যই লড়ছিলাম তবে ম্যাচ শেষে উল্টো আমরাই হেরে গেলাম। যেটা আমরা কখনই কল্পনা করিনি।’

তিনি আরও বলেন, ‘আমি জানতাম আমার দলের খেলোয়াড়েরা খুব শক্তিশালী তাই আমি জয় বাদে অন্য কিছুই কল্পনা করছিলাম না। তবে কিছুক্ষণের মাঝেই দেখি তারা সমতায় ফিরে গেল আর সব কিছুর উপর কর্তৃত্বও নিয়ে নিলো।’