চলতি বছরের ফেব্রুয়ারীতে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় রাহীর। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্মেটে মাত্র ৩ ম্যাচ খেলতে না খেলতেই টেস্টের আভিজাত্যের ক্রিকেটে অভিষেক হয়ে গেল ২৪ বছর বয়সী তরুণ এই পেসারের।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে টসে জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।
উল্লেখ্য, ক্যারিবীয় সফরে বাংলাদেশ দল দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।


























