০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

নিষিদ্ধ হবেন নেইমার ?

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে নামবে উরুগুয়ে-ফ্রান্স। দিনের অপর খেলায় রাত ১২ টায় মুখোমুখি হবে ব্রাজিল-বেলজিয়াম। আজকে যারাই জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। তবে এই ম্যাচে কোন অঘটন ছাড়াই জিততে হবে ব্রাজিল-ফ্রান্সকে।

যদি ব্রাজিল বা ফ্রান্স সেমিফাইনালে চলে যায় আর আজকের খেলায় নেইমার-কৌতিনহো-পগবা এদের কেউ হলুদ কার্ড পায় তাহলে সেমিফাইনালে নিষিদ্ধ হবেন তারা। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, কোনো টুর্নামেন্টের সেমিফাইনালের আগে কোনো খেলোয়াড় যদি টানা দুই ম্যাচ হলুদ কার্ড পান, তবে পরের এক ম্যাচে নিষিদ্ধ হবেন। সেক্ষেত্রে দল হয়তো উঠবে, দলের সেরা তারকারা থাকবেন না সেমিফাইনালের মঞ্চে।

ইতোমধ্যেই দুই হলুদ কার্ড পেয়ে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের কাসিমিরো। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সুইডেনের মিগুয়েল লাস্টিগ। দল সেমিতে উঠলে হয়তো তারা সুযোগ পাবেন। তবে বিপদ বেশি তাদের, যারা কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড পাবেন। শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আর খেলা হবে না সেই হতভাগাদের।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিষিদ্ধ হবেন নেইমার ?

প্রকাশিত : ০৬:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে নামবে উরুগুয়ে-ফ্রান্স। দিনের অপর খেলায় রাত ১২ টায় মুখোমুখি হবে ব্রাজিল-বেলজিয়াম। আজকে যারাই জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। তবে এই ম্যাচে কোন অঘটন ছাড়াই জিততে হবে ব্রাজিল-ফ্রান্সকে।

যদি ব্রাজিল বা ফ্রান্স সেমিফাইনালে চলে যায় আর আজকের খেলায় নেইমার-কৌতিনহো-পগবা এদের কেউ হলুদ কার্ড পায় তাহলে সেমিফাইনালে নিষিদ্ধ হবেন তারা। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, কোনো টুর্নামেন্টের সেমিফাইনালের আগে কোনো খেলোয়াড় যদি টানা দুই ম্যাচ হলুদ কার্ড পান, তবে পরের এক ম্যাচে নিষিদ্ধ হবেন। সেক্ষেত্রে দল হয়তো উঠবে, দলের সেরা তারকারা থাকবেন না সেমিফাইনালের মঞ্চে।

ইতোমধ্যেই দুই হলুদ কার্ড পেয়ে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের কাসিমিরো। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সুইডেনের মিগুয়েল লাস্টিগ। দল সেমিতে উঠলে হয়তো তারা সুযোগ পাবেন। তবে বিপদ বেশি তাদের, যারা কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড পাবেন। শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আর খেলা হবে না সেই হতভাগাদের।