নেইমারের ‘অভিনয়’ এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্র বিন্দু। এ নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানা সমালোচনা। এক দল বলছে, নেইমারকে সত্যিই সব সময় আইন বিরুদ্ধভাবে আটকানোর চেষ্টা করে বিপক্ষ ডিফেন্ডাররা। অন্য দলের বক্তব্য, খেলতে নেমে বড্ড বেশি প্লে-অ্যাক্টিং করেন এই ব্রাজিল তারকা।
সম্প্রতি কিছু তারকা ফুটবলারও নেইমারের এই প্লে-অ্যাক্টিং নিয়ে সমালোচনা করেছেন। পাশাপাশি অবশ্য নেইমারের খেলার স্টাইল ও প্রতিভা নিয়েও প্রশংসা শোনা গেছে তাঁদের মুখে।
তবে ফুটবলার হোন বা সাধারণ ফুটবলপ্রেমী, প্রত্যেকেই যেন মাঠে নেইমারের ‘অভিনয়’ নিয়ে কিছুটা বিরক্ত।
এবার সুইজারল্যান্ডের একদল শিশু অভিনয়ের মাধ্যমে ব্যঙ্গ করেছে নেইমারকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।


























