দুর্দান্ত আক্রমণ-প্রতি আক্রমণের মাঝ এগিয়ে যাচ্ছে ইংল্যন্ড-সুইডেন ম্যাচ। এখনও পর্যন্ত গোলের দেখা পায়নি সুইডেন। তবে তাদের জালে ইতিমধ্যে দুইবার বল পাঠিয়ে দিয়েছে ইংলিশরা। ম্যাগুইয়ারের পর ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেলে আলি।
সোচিতে ইংলিশদের শুরুটা মোটেও ভালো ছিল না। এলোমেলো ফুটবল খেলছিল হ্যারি কেনরা। কিন্তু দ্রুতই নিজেদের সামলে নেয় সাউথগেটের শিষ্যরা। ফলও মিলল হাতেনাতে। ম্যাচর ৩০তম মিনিটে অ্যাশলি ইয়াংয়ের কর্নারে লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে পাঠান ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল।
চলতি বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন হ্যারি কেন। ইংলিশ অধিনায়ক এখন পর্যন্ত করেছেন ৬টি গোল। আবার ইংল্যান্ডের চেয়ে কম গোল করলেও গোলে শট নেওয়ায় এগিয়ে আছে সুইডেন। এ পর্যন্ত প্রতিপক্ষের গোলে ১৮টি শট নিয়েছে সুইডিশরা, যা ইংল্যান্ডের চেয়ে একটি বেশি।
দুই দলের ২৪ বারের দেখায় ৮টি জয় পেয়েছে ইংলিশরা। এছাড়া ৭টি পরাজয় এবং বাকী ৯টি ম্যাচ ড্র হয়েছে। অবশ্য গত ১০ ম্যাচে সুইডেনের পাল্লাটাই ভারী। যদিও বিশ্বকাপে দুই দলের আগের দুই ম্যাচই ড্র হয়েছে।


























