এবারের বিশ্বকাপের সর্বকণিষ্ঠ গোলদাতা তিনি। তাকে নিয়ে তো হৈচৈ হবেই। বলা হচ্ছে কিলিয়ান এমবাপের কথা। মেসির আর্জেন্টিনাকে একাই গুড়িয়ে দিয়েছেন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে। এবার সেমিফাইনালে শক্তিশালী বেলজিয়ামকেও নিজের কারিশমা দেখানোর অপেক্ষায় রয়েছেন।
বিশ্বের নামিদামি খেলোয়াড়দের ভিড়ে এমবাপের এমন পারফরম্যান্স বেশ আশা জাগাচ্ছে বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েনকে। আগামী ১৫ বছরের মেগা স্টার বলে এমবাপেকে সম্বোধন করেন এই ম্যান সিটি তারকা।
ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে যথারীতি চলে আসে এমবাপে প্রসঙ্গ। এ সময় ডি ব্রুয়েন বলেন, ‘সে অসাধারণ একজন ফুটবল। তার এখনো উন্নতির অনেক জায়গা রয়েছে। সে আগামী ১৫ বছরের তারকা এবং আমরা জানি সে আমাদেরকে খুব কঠিন সমস্যার ভেতর ফেলবে। কিন্তু আমরাও তাকে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করবো।’
ম্যানচেস্টার সিটির গেল মৌসুমে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। গার্দিওলার অধীনে দুর্দান্ত পারফর্ম করে সিটির বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জুটেছে তার কপালে। বেলজিয়াম দলেও গার্দিওলার আদর্শ বহন করে নিয়ে আসছেন ডি ব্রুয়েন।
স্প্যানিশ কোচটি সম্পর্কে ডি ব্রুয়েন বলেন, ‘এটা আমাকে ব্যক্তিগতভাবে ভালো খেলোয়াড় হয়ে উঠতে দারুণভাবে সাহায্য করছে। জাতীয় দলে আমরা ভিন্নভাবে খেলে থাকি কিন্তু আমরা বলতে পারি বেলজিয়ামের খেলার স্টাইল সিটির স্টাইলের সঙ্গে বেশিরভাগ দিক দিয়েই মিল রয়েছে। প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে আক্রমণে যাওয়াই আমাদের কাজ।’


























