দীর্ঘ এক মাস ও ৬৪ ম্যাচের লড়াই শেষে বিশ্বকাপের শ্রেষ্টত্বের মুকুট উঠল ফ্রান্সের হাতে। দলীয় শিরোপা ছাড়াও পুরো আসর জুড়ে চলছিলো ব্যক্তিগত শিরোপারও দ্বৈরথ। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোল্ডেন বল জিতেছেন মদ্রিচ।
রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার নেপথ্যে অসামান্য অবদান মড্রিচের। এখন পর্যন্ত ২ গোল করেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে নিশানাভেদে তা পুষিয়ে দেন। এবারের বিশ্বকাপে সবচেয়ে দৌড়ে খেলা ফুটবলার তিনিই। ৬ ম্যাচে দৌড়েছেন ৬৩ কিলোমিটার। এখানেই শেষ হলে ভালো হতো। ক্রোয়াটদের ৬ ম্যাচের ৩টিতেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এবার আর কোনো খেলোয়াড়ের হাতেই তা উঠেনি।


























