ক্রিস গেইলের নেয়া অসাধারণ এক ক্যাচে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে একহাতে দুরন্ত ক্যাচ নিয়ে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার।
গত রোববার কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে গেইলের ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ বি দল। গেইল ফিল্ডিং করছিলেন প্রথম স্লিপে। লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ করছিলেন বোলিং। উইকেটে ছিলেন কাভেম হজ।
ফাওয়াদের বল কাভেমের ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে যায়। গেইল বাঁদিকে ঝাঁপিয়ে পড়েন। বল তার বা হাতে লেগে মাটিতে পড়ে যাচ্ছিল। তখনই ডান হাতে ক্যাচটি ধরে নেন গেইল। কঠিন ক্যাচটি ধরে নেওয়ার পর ব্যাটসম্যানও অবাক হয়ে যায়। গেইলকে নিয়ে আনন্দে মেতে ওঠেন তার সতীর্থরা।
ফাইনালে ক্যারিবীয় বি দলকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ক্রিস গেইলের ভ্যাঙ্কুভার নাইটস।
এদিন কানাডার কিং সিটি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ বি দল ১৪৫ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ক্যারিবীয় ব্যাটসম্যান ফাবিনা অ্যালিন।
টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ১৫ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভ্যাঙ্কুভার নাইটস। দলের হয়ে গেইল অবশ্য ২ রানের বেশি করতে পারেননি। তবে ফিল্ডিংয়ের সময়ে ক্যাচ নিয়ে আলোচনায় ঝড় তুলেন।
সর্বশেষ আইপিএলের নিলামে ক্রিস গেইলকে নিয়ে কতই না নাটক হলো! বুড়ো হয়ে যাওয়া গেইলে দলে নিতে চায়নি কোন ফ্রাঞ্চাইজি। প্রথম দুই দিনের নিলামে অবিক্রীত থাকা গেইলকে বাজার মূল্যের চেয়ে কমদামে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।
নিলামের অবজ্ঞার দাত ভাঙ্গা জবাব ব্যাটের মাধ্যমেই দেন ক্রিস গেইল। পাঞ্জাবের হয়ে পাঁচ ম্যাচ খেলে যথাক্রমে ৬৩, ১০৪*, ৬২* ২৩ ও ৫০ রান করে করেন ক্যারিবীয় এ ব্যাটিং দানব।
শুধু ব্যাট হাতেই নয়! ফিল্ডিংয়েও তিনি যে কতটা দুর্বার তার প্রমাণ দিয়েছেন ৩৯ বছরে পা দিতে যাওয়া এ ব্যাটিং দানব।
ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়েলসের অধিনায়ক আজিঙ্কা রাহানেকে দুর্দান্ত এক ক্যাচ নের ক্রিস গেইল।
দলীয় ৩৫ রানে চতুর্থ ওভারে অক্ষর প্যাটেলের বলে ফরোয়ার্ডে ক্যাচ তুলে দেন রাহানে। শূন্যে ভেসে উঠা বলটিকে তালুবন্দি করতে শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে ক্যচটি লুফে নেন গেইল। চল্লিশ ছুঁই ছুঁই গেইলের এমন অসাধারণ ক্যাচে আত্মবিশ্বাস চাঙ্গা হয় পাঞ্জাবের।


























