০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ফুটবলেও চমক দেখাবেন তিনি!

উসাইন বোল্ট। বিশ্বজুড়ে এ স্প্রিন্টারের খ্যাতি গতি দানব হিসেবে। অলিম্পিক আসরে রেকর্ড সংখ্যক স্বর্ণ জয়ে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। গত অলিম্পিক শেষে অ্যাথলেটিকস থেকে বুট জোড়া খুলে রেখেছেন। তবে গতির দানব এবার ফুটবলেও গতি আনতে যাচ্ছেন।

জানা গেছে, অস্ট্রেলিয়ার সেন্ট্রাল ম্যারিনার্স ক্লাবে ট্রায়াল দিতে এসেছেন বিশ্বের দ্রুততম মানব। ৬ সপ্তাহ এই ক্লাবে ট্রায়াল দেবেন তিনি। ট্রায়ালে ফিট প্রমাণিত হলেই অজি লিগে লেখার ছাড়পত্র পাবেন জ্যামাইকান এই গতির দানব।

গত বছরের আগস্টে অ্যাথলেটিকস থেকে বিদায় নেয়ার পরই উসাইন বোল্ট ঘোষণা দেন সুযোগ পেলে ফুটবল খেলবেন। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেন।

ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নেয়ার পর বরুশিয়া ডর্টমুন্ড এবং নরওয়ের একটি ক্লাবের সঙ্গে অনুশীলনও করেছিলেন বোল্ট। এবার মাঠে নামার অপেক্ষায় বিশ্বের এই দ্রুততম মানব।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফুটবলেও চমক দেখাবেন তিনি!

প্রকাশিত : ০৬:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮

উসাইন বোল্ট। বিশ্বজুড়ে এ স্প্রিন্টারের খ্যাতি গতি দানব হিসেবে। অলিম্পিক আসরে রেকর্ড সংখ্যক স্বর্ণ জয়ে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। গত অলিম্পিক শেষে অ্যাথলেটিকস থেকে বুট জোড়া খুলে রেখেছেন। তবে গতির দানব এবার ফুটবলেও গতি আনতে যাচ্ছেন।

জানা গেছে, অস্ট্রেলিয়ার সেন্ট্রাল ম্যারিনার্স ক্লাবে ট্রায়াল দিতে এসেছেন বিশ্বের দ্রুততম মানব। ৬ সপ্তাহ এই ক্লাবে ট্রায়াল দেবেন তিনি। ট্রায়ালে ফিট প্রমাণিত হলেই অজি লিগে লেখার ছাড়পত্র পাবেন জ্যামাইকান এই গতির দানব।

গত বছরের আগস্টে অ্যাথলেটিকস থেকে বিদায় নেয়ার পরই উসাইন বোল্ট ঘোষণা দেন সুযোগ পেলে ফুটবল খেলবেন। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেন।

ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নেয়ার পর বরুশিয়া ডর্টমুন্ড এবং নরওয়ের একটি ক্লাবের সঙ্গে অনুশীলনও করেছিলেন বোল্ট। এবার মাঠে নামার অপেক্ষায় বিশ্বের এই দ্রুততম মানব।