০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

‘পগবা আরও অনেকদূর যাবে’

সুইডিশ ফুটবলের কিংবদন্তি তিনি। সবুজ মাঠে লিখেছেন একের পর এক রূপকথার গল্প। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দুই বছর পেয়েছেন ফ্রান্সের তরুণ তুর্কী পল পগবাকে। রাশিয়া বিশ্বকাপে ফরাসিদের শিরোপা জয়ের অন্যতম রূপকার এই আফ্রিকান বংশোদ্ভুত ২৬ বছর বয়সী পগবা। এই অর্জনের ফলে পগবা তার সমালোচকদের মুখে কুলুপ এটে দিয়েছেন বলে মনে করেন তার সাবেক সতীর্থ জ্লাটান ইব্রাহিমোভিচ।

গত ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলে ফ্রান্স। গোটা আসর জুড়েই দিদিয়ের দেশ্যমের শিষ্যরা অসাধারণ দক্ষতা দেখিয়েছে। কিলিয়ান এমবাপের প্রদর্শনী ছিল রোমাঞ্চকর। দলকে নকআউট পর্বে পৌঁছে দেয়া এবং একে একে প্রতিপক্ষ দলগুলোকে হটিয়ে ফ্রান্সের এগিয়ে যাবার পথে মধ্যমাঠে মুখ্য ভুমিকা পালন করেছেন পল পগবা। তার সৃজনশীল পাস এবং কৌশলী ফুটবল ব্যাপক প্রশংসা পেয়েছে।

ইব্রা সাংবাদিকেদর বলেন, ‘আমি তার (পগবা) সঙ্গে ২ বছর একই ক্লাবে খেলেছি। নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা মানুষের রয়েছে। এটি তাদের মৌলিক অধিকার। তারা বিচার করার অধিকার রাখেন। তবে আমার মনে হয় বিশ্বকাপে এই ফলাফল পগবার হয়ে কথা বলেছে। পায়ের মাধ্যমেই যদি জবাব দিতে পারেন; তবে মুখে বলার দরকার কী? পায়ের জাদুতেই দেখাতে পারেন আপনি কতটুকু সামর্থ্যবান। আমি এই পথটিকে পছন্দ করি।’

সাবেক এই সুইডিশ সুপারস্টার বলেন, ‘সে (পগবা) বয়সে তরুণ। বিশ্বকাপ জয় করেছে। চ্যাম্পিয়ন্স লিগের (জুভেন্তাস) ফাইনালও খেলেছে। (ম্যানইউয়ের হয়ে) ইউরোপা লিগের ফাইনাল খেলেছে, (ফ্রান্সের হয়ে) খেলেছে ২০১৬ ইউরো টুর্নামেন্টের ফাইনাল। এমনকী, জুভেন্টাসের জার্সিতে জিতেছে অনেকগুলো ট্রফি। তার জন্য বলার আর কিইবা থাকতে পারে? সে ফুটবল উপভোগ করুক। আমি জানি ও আরও অনেকদূর যাবে।’

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‘পগবা আরও অনেকদূর যাবে’

প্রকাশিত : ০৬:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮

সুইডিশ ফুটবলের কিংবদন্তি তিনি। সবুজ মাঠে লিখেছেন একের পর এক রূপকথার গল্প। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দুই বছর পেয়েছেন ফ্রান্সের তরুণ তুর্কী পল পগবাকে। রাশিয়া বিশ্বকাপে ফরাসিদের শিরোপা জয়ের অন্যতম রূপকার এই আফ্রিকান বংশোদ্ভুত ২৬ বছর বয়সী পগবা। এই অর্জনের ফলে পগবা তার সমালোচকদের মুখে কুলুপ এটে দিয়েছেন বলে মনে করেন তার সাবেক সতীর্থ জ্লাটান ইব্রাহিমোভিচ।

গত ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলে ফ্রান্স। গোটা আসর জুড়েই দিদিয়ের দেশ্যমের শিষ্যরা অসাধারণ দক্ষতা দেখিয়েছে। কিলিয়ান এমবাপের প্রদর্শনী ছিল রোমাঞ্চকর। দলকে নকআউট পর্বে পৌঁছে দেয়া এবং একে একে প্রতিপক্ষ দলগুলোকে হটিয়ে ফ্রান্সের এগিয়ে যাবার পথে মধ্যমাঠে মুখ্য ভুমিকা পালন করেছেন পল পগবা। তার সৃজনশীল পাস এবং কৌশলী ফুটবল ব্যাপক প্রশংসা পেয়েছে।

ইব্রা সাংবাদিকেদর বলেন, ‘আমি তার (পগবা) সঙ্গে ২ বছর একই ক্লাবে খেলেছি। নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা মানুষের রয়েছে। এটি তাদের মৌলিক অধিকার। তারা বিচার করার অধিকার রাখেন। তবে আমার মনে হয় বিশ্বকাপে এই ফলাফল পগবার হয়ে কথা বলেছে। পায়ের মাধ্যমেই যদি জবাব দিতে পারেন; তবে মুখে বলার দরকার কী? পায়ের জাদুতেই দেখাতে পারেন আপনি কতটুকু সামর্থ্যবান। আমি এই পথটিকে পছন্দ করি।’

সাবেক এই সুইডিশ সুপারস্টার বলেন, ‘সে (পগবা) বয়সে তরুণ। বিশ্বকাপ জয় করেছে। চ্যাম্পিয়ন্স লিগের (জুভেন্তাস) ফাইনালও খেলেছে। (ম্যানইউয়ের হয়ে) ইউরোপা লিগের ফাইনাল খেলেছে, (ফ্রান্সের হয়ে) খেলেছে ২০১৬ ইউরো টুর্নামেন্টের ফাইনাল। এমনকী, জুভেন্টাসের জার্সিতে জিতেছে অনেকগুলো ট্রফি। তার জন্য বলার আর কিইবা থাকতে পারে? সে ফুটবল উপভোগ করুক। আমি জানি ও আরও অনেকদূর যাবে।’