০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ধোনিকে নকল করে ব্যর্থ সরফরাজ

অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে পাকিস্তান দল। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও অন্য এক কারণে সমালোচিত হয়েছেন অধিনায়ক সরফরাজ।

ভারতীয় সাবেক অধিনায়ক ধোনিকে নকল করার অভিযোগ সরফরাজের বিরুদ্ধে অনেক আগে থেকেই। চলতি বছরের শুরুতে ধোনিকে নকল করে স্টাম্পিং থেকে বাঁচতে গিয়ে সমালোচিত হয়েছিলেন সরফরাজ। সেবার তিনি ব্যর্থ হয়েছিলেন। এবার আবারো ধোনিকে নকল করলেন সরফরাজ।

রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে প্রথমবার বোলিং করলেন সরফরাজ। ইনিংসের ৪৮তম ওভারে ওপেনার ফখর জামানের হাতে গ্লাভস দিয়ে বোলিং করতে আসেন তিনি। কিন্তু বোলার সরফরাজের মধ্যেও লক্ষ করা যায় ধোনিকে। ক্রিকেটপ্রেমী ও ভক্তদের দাবি, সরফরাজের বোলিং স্টাইল নাকি হুবহু ধোনির মতোই।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলারের ভূমিকায় দেখা গিয়েছিল ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে কিপিং গ্লাভস খুলে বল করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বল হাতে নিয়ে উইকেটও তুলে নেন মাহি। ক্যারিবিয়ান ব্যাটসম্যান ট্রেভিস ডাওলিনকে সরাসরি বোল্ড করেছিলেন ধোনি।

কিন্তু রবিবার ২ ওভারে ১৫ রান দিলেও উইকেটের দেখা পাননি সরফরাজ। এদিন প্রথম ওভারে ৬ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে ৯ রান দিয়েছেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

ধোনিকে নকল করে ব্যর্থ সরফরাজ

প্রকাশিত : ১০:২৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮

অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে পাকিস্তান দল। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও অন্য এক কারণে সমালোচিত হয়েছেন অধিনায়ক সরফরাজ।

ভারতীয় সাবেক অধিনায়ক ধোনিকে নকল করার অভিযোগ সরফরাজের বিরুদ্ধে অনেক আগে থেকেই। চলতি বছরের শুরুতে ধোনিকে নকল করে স্টাম্পিং থেকে বাঁচতে গিয়ে সমালোচিত হয়েছিলেন সরফরাজ। সেবার তিনি ব্যর্থ হয়েছিলেন। এবার আবারো ধোনিকে নকল করলেন সরফরাজ।

রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে প্রথমবার বোলিং করলেন সরফরাজ। ইনিংসের ৪৮তম ওভারে ওপেনার ফখর জামানের হাতে গ্লাভস দিয়ে বোলিং করতে আসেন তিনি। কিন্তু বোলার সরফরাজের মধ্যেও লক্ষ করা যায় ধোনিকে। ক্রিকেটপ্রেমী ও ভক্তদের দাবি, সরফরাজের বোলিং স্টাইল নাকি হুবহু ধোনির মতোই।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলারের ভূমিকায় দেখা গিয়েছিল ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে কিপিং গ্লাভস খুলে বল করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বল হাতে নিয়ে উইকেটও তুলে নেন মাহি। ক্যারিবিয়ান ব্যাটসম্যান ট্রেভিস ডাওলিনকে সরাসরি বোল্ড করেছিলেন ধোনি।

কিন্তু রবিবার ২ ওভারে ১৫ রান দিলেও উইকেটের দেখা পাননি সরফরাজ। এদিন প্রথম ওভারে ৬ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে ৯ রান দিয়েছেন তিনি।