০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

কোহলিকে মিথ্যাবাদী বলছেন অ্যান্ডারসন

২০১৪ সালে ভারতের ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে বিরাটের ব্যাট থেকে এসেছিল মাত্র ১৩৪ রান৷ চার বছরের ব্যবধানে আরও একবার ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামছে ভারত৷ সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তার রান পাওয়া না-পাওয়ার উপর দলের হার-জিত নির্ভর করে না৷ বিরাটের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁকে মিথ্যাবাদী বলেছেন ইংরেজ শিবিরের সেরা পেস অস্ত্র জেমস অ্যান্ডারসন৷

ইংল্যান্ডের সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ হেরেছে বিরাটবিগ্রেড৷ প্রথম ম্যাচ বাদ দিলে বাকি দু’টি ওয়ান ডে ম্যাচে ভারতের ব্যাটিং লাইন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ বোলিং লাইন-আপের সামনে৷ যদিও টি-২০ এবং ওয়ান ডে সিরিজে রান পেয়েছেন কোহলি৷ ওয়ান ডে সিরিজের পর বিরাট বলেছেন, ‘আমরা জেতার সব রকম চেষ্টায় করব৷ ওয়ান ডে সিরিজের প্রভাব টেস্টে পড়বে না৷ যতক্ষণ ভারত জিতছে আমার রান পাওয়া না-পাওয়া খুব একটা ম্যাটার করে না৷’

পরিসংখ্যান বলছে ২০১৪ সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিরাটের রান না-পাওয়া টেস্ট সিরিজ এবং ২০১৬-১৭ ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দু’টির তুনলা করলেই বোঝা যায় বিরাটের রান পাওয়াটা কতটা জরুরি৷ এবার পাঁচ টেস্টের সিরিজ শুরু ১ অগস্ট৷

ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬-১৭ টেস্ট সিরিজের পাঁচ ম্যাচে বিরাটের মোট রান ছিল ৬৫৫৷ সেবার ৪-০ ইংরেজদের হারিয়েছিল ‘মেন ইন ব্লু’৷ বিরাটের রান পাওয়া না-পাওয়া ভারতীয় দলের জয়ের জন্য কতটা প্রয়োজনীয় সে বিষয়ের উল্লেখ করে ব্রিটিশ পেস বোলিংয়ের সেরা অস্ত্র জেমস অ্যান্ডারসন বলেন, ‘যদি বিরাট এটা বলে, যে তাঁর রান করা না-করা দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ নয় তাহলে নিশ্চিতভাবেই ও মিথ্যে কথা বলছে৷’

এখানেই থেমে থাকেননি ইংরেজ পেসার, বিরাটকে ইংল্যান্ডের মাটিতে রান পাওয়ার টিপসও দেন জিমি৷ তিনি বলেন, ‘এখন ভিডিও ফুটেজ দেখে ব্যাটিংয়ের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ থাকছে৷ বিরাট নিশ্চয় ২০১৪ সালে নিজের খেলার ভিডিওগুলো দেখে নিজের ব্যাটিংকে আপগ্রেড করবে৷ আমি জানি, এই টেস্ট সিরিজে রান পাওয়ার জন্য বিরাট দারুণ প্র্যাকটিস করছে৷’

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

কোহলিকে মিথ্যাবাদী বলছেন অ্যান্ডারসন

প্রকাশিত : ০৩:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮

২০১৪ সালে ভারতের ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে বিরাটের ব্যাট থেকে এসেছিল মাত্র ১৩৪ রান৷ চার বছরের ব্যবধানে আরও একবার ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামছে ভারত৷ সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তার রান পাওয়া না-পাওয়ার উপর দলের হার-জিত নির্ভর করে না৷ বিরাটের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁকে মিথ্যাবাদী বলেছেন ইংরেজ শিবিরের সেরা পেস অস্ত্র জেমস অ্যান্ডারসন৷

ইংল্যান্ডের সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ হেরেছে বিরাটবিগ্রেড৷ প্রথম ম্যাচ বাদ দিলে বাকি দু’টি ওয়ান ডে ম্যাচে ভারতের ব্যাটিং লাইন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ বোলিং লাইন-আপের সামনে৷ যদিও টি-২০ এবং ওয়ান ডে সিরিজে রান পেয়েছেন কোহলি৷ ওয়ান ডে সিরিজের পর বিরাট বলেছেন, ‘আমরা জেতার সব রকম চেষ্টায় করব৷ ওয়ান ডে সিরিজের প্রভাব টেস্টে পড়বে না৷ যতক্ষণ ভারত জিতছে আমার রান পাওয়া না-পাওয়া খুব একটা ম্যাটার করে না৷’

পরিসংখ্যান বলছে ২০১৪ সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিরাটের রান না-পাওয়া টেস্ট সিরিজ এবং ২০১৬-১৭ ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দু’টির তুনলা করলেই বোঝা যায় বিরাটের রান পাওয়াটা কতটা জরুরি৷ এবার পাঁচ টেস্টের সিরিজ শুরু ১ অগস্ট৷

ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬-১৭ টেস্ট সিরিজের পাঁচ ম্যাচে বিরাটের মোট রান ছিল ৬৫৫৷ সেবার ৪-০ ইংরেজদের হারিয়েছিল ‘মেন ইন ব্লু’৷ বিরাটের রান পাওয়া না-পাওয়া ভারতীয় দলের জয়ের জন্য কতটা প্রয়োজনীয় সে বিষয়ের উল্লেখ করে ব্রিটিশ পেস বোলিংয়ের সেরা অস্ত্র জেমস অ্যান্ডারসন বলেন, ‘যদি বিরাট এটা বলে, যে তাঁর রান করা না-করা দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ নয় তাহলে নিশ্চিতভাবেই ও মিথ্যে কথা বলছে৷’

এখানেই থেমে থাকেননি ইংরেজ পেসার, বিরাটকে ইংল্যান্ডের মাটিতে রান পাওয়ার টিপসও দেন জিমি৷ তিনি বলেন, ‘এখন ভিডিও ফুটেজ দেখে ব্যাটিংয়ের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ থাকছে৷ বিরাট নিশ্চয় ২০১৪ সালে নিজের খেলার ভিডিওগুলো দেখে নিজের ব্যাটিংকে আপগ্রেড করবে৷ আমি জানি, এই টেস্ট সিরিজে রান পাওয়ার জন্য বিরাট দারুণ প্র্যাকটিস করছে৷’