তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে আজ শনিবার (২৮ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ শনিবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ও দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয় পাওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। আজকের ম্যাচে জয়ী দলই ওয়ানডে সিরিজ জিতে নিবে। এ কারণে দু’দলই সিরিজ জিততে ঝাঁপিয়ে পড়বে। মাঠে লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেবে না। তাই বলা যায়, ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
যেহেতু, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। তাই বাস্তবতার নিরিখে ভিন্ন দৃশ্য মঞ্চস্থ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
সফরকারী বাংলাদেশ শুরুতে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়। তবে রঙিন পোশাকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাশরাফির নেতেৃত্বে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতেও জিততে জিততে মাত্র ৩ রানে হেরে যাওয়ায় সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ও তৃতীয় ওয়ানডে নিয়ে স্বপ্ন বুনছে বাংলাদেশ।
পূর্বের ইতিহাস অনুযায়ী, এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে বাংলাদেশ ২টি ও ওয়েস্ট ইন্ডিজ ৫টিতে জয়ী হয়েছে। ৩০টি ওয়ানডে ম্যাচের মধ্যে ২০টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর ৮টিতে জয় পায় বাংলাদেশ। তাই বলা যায়, মুখোমুখি লড়াইয়ে ক্যারিবীয়ানরাই এগিয়ে রয়েছে।
ঘরের মাঠে ২০১২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল।

























