দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে সাজা পেয়েছেন তিন অজি ক্রিকেট তারকা। এর এতদিন পরেও বিতর্ক পিছু ছাড়ছে না অজিদের। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন পিটার হ্যান্ডসকম্ব। বললেন, বল-বিকৃতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। এছাড়াও যে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, তা কাটছাঁট করা হয়েছে বলে দাবি করেন তিনি।
কেপটাউনে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় যে টেস্টে শিরীষ কাগজ দিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটারদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ আনা হয়েছিল, সেই টেস্টে দ্বাদশ ব্যক্তি ছিলেন হ্যান্ডসকম্ব। ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল, তৎকালীন অস্ট্রেলীয় কোচ ডারেন লেহম্যান ওয়াকিটকিতে কিছু নির্দেশ দিচ্ছেন হ্যান্ডসকম্বকে। তার পরেই হ্যান্ডসকম্ব কথা বলেন বোলার ক্যামেরন ব্যানক্রফ্টের সঙ্গে। হাসাহাসি করতেও দেখা যায় দুজনকে। তার পরেই দেখা যায়, সংশ্লিষ্ট বোলার শিরীষ কাগজ লুকিয়ে ফেলছেন।
এ দিন সেই ভিডিও ফুটেজ নিয়েই সরব হয়েছেন হ্যান্ডসকম্ব। তার কথায়, ‘ওই ভিডিও ফুটেজ দেখলে আমার বেশ মজা লাগে। বিস্মিত হই এই ভেবে যে প্রচারমাধ্যম কতটা কাটছাঁট করে এই ফুটেজ দেখিয়েছে।’
হ্যান্ডসকম্ব আরও বলেন, ”ফুটেজে দেখা গেছে ওয়াকিটকিতে কিছু শুনে আমি ক্যামের (ক্যামেরন বেনক্রফট) সঙ্গে কথা বলছি। কিন্তু ঘটনাটা আদৌ তা নয়। এই দুই ঘটনার মধ্যে ২৫ মিনিটের ব্যবধান ছিল। ওয়াকিটকি আমার হাতে ছিল। ২৫ মিনিট পরে একজন ক্রিকেটার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মাঠ ছাড়লে আমি মাঠে ঢুকে ব্যানক্রফ্টের সঙ্গে রসিকতা করছিলাম। অথচ কাটছাঁট করা ফুটেজ দেখিয়ে গোটা বিশ্ব জুড়ে ঝড় তোলা হয়েছিল।’

























