টানা তিন ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্সে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ধীর শুরুর পর ৬৬ বলে ৪ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৪৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। বন্ধু সাকিবের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটিতে এসে গেছে ৬২ রান। ৩০ রানে ব্যাট করছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।
শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ধীরলয়ে শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। নিজেকে প্রমাণের সুযোগ পেয়ে টানা তিন ম্যাচে ব্যর্থ হলেন বিজয়। দলীয় ৩৫ রানে ৩১ বলে ১০ রান করে জেসন হোল্ডারের বলে পাওয়েলের তালুবন্দি হন তিনি। তামিমের সঙ্গী হন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব।
সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। টিকে গেছেন ওপেনার এনামুল হক ও মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান। অন্যদিকে দুটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। বাদ পড়েছেন পেসার আলজারি জোসেফ এবং জেসন মোহাম্মদ। দলে ফিরেছেন পেসার শেলডন কট্রেল ও ব্যাটসম্যান কাইরন পাওয়েল।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

























