০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

অখেলোয়াড়সুলভ আচরণ: ডিমেরিট পেলেন রুবেল

ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডেতে ১৮ রানে হারিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন সু-খবরের দিনে দুঃসংবাদ পেলেন ওয়ানডে দলের অন্যতম পেসার রুবেল হোসেন।

শেষ ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসি রুবেলকে তিরস্কার করেছে পাশাপাশি নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে। আর এতে করে রুবেলের নামের পাশে এখন ডিমেরিট পয়েন্ট হলো দুটি।

আর দুটি ডিমেরিট পয়েন্ট পেলেই টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ অর্থাৎ পরবর্তীতে যে ম্যাচটি আসবে সেখানে তিনি নিষিদ্ধ হবেন। এর আগে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন।

ম্যাচের ২৮তম ওভারে বোলিং করতে এসে এমন ঘটনা ঘটান বাংলাদেশের পেসার রুবেল হোসেন। রুবেলের একটি বল শিমরন হেটমেয়ারের ব্যাটে লেগে বাউন্ডারি হয়। তখন রুবেল হেটমেয়ারকে উদ্দেশ্যে করে বাজে ভাষা (গালি) ব্যবহার করেন। সেটি স্ট্যাম্পে থাকা মাইক্রোফোনে ধরা পড়ে।

ম্যাচ শেষে বাজে ভাষা ব্যবহার করার বিষয়টি জিজ্ঞেস করা হলে তিনি দোষ স্বীকার করেন এবং আইসিসির করা তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট দেয়ার বিষয়টি মেনে নেন। যার কারণে আর কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিরি আচরণবিধির লেভেল ১-এর ২.১.৪ ধারায় আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড় ও স্টাফদের ‘ভাষা বা অঙ্গভঙ্গি যা আক্রমণাত্মক বা অপমানজনক’ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, তার শাস্তির কথা বলা আছে।

এই লেভেলের অপরাধের জন্য একজন খেলোয়াড়কে সতর্কবার্তার সঙ্গে ম্যাচ ফি’র অন্তত ৫০ শতাংশ জরিমানা এবং এক থেকে দুটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেয়া হয়। রুবেলের ক্ষেত্রে শুধু সতর্কবার্তা ও ডিমেরিটের শাস্তি দেয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

অখেলোয়াড়সুলভ আচরণ: ডিমেরিট পেলেন রুবেল

প্রকাশিত : ০৯:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮

ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডেতে ১৮ রানে হারিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন সু-খবরের দিনে দুঃসংবাদ পেলেন ওয়ানডে দলের অন্যতম পেসার রুবেল হোসেন।

শেষ ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসি রুবেলকে তিরস্কার করেছে পাশাপাশি নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে। আর এতে করে রুবেলের নামের পাশে এখন ডিমেরিট পয়েন্ট হলো দুটি।

আর দুটি ডিমেরিট পয়েন্ট পেলেই টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ অর্থাৎ পরবর্তীতে যে ম্যাচটি আসবে সেখানে তিনি নিষিদ্ধ হবেন। এর আগে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন।

ম্যাচের ২৮তম ওভারে বোলিং করতে এসে এমন ঘটনা ঘটান বাংলাদেশের পেসার রুবেল হোসেন। রুবেলের একটি বল শিমরন হেটমেয়ারের ব্যাটে লেগে বাউন্ডারি হয়। তখন রুবেল হেটমেয়ারকে উদ্দেশ্যে করে বাজে ভাষা (গালি) ব্যবহার করেন। সেটি স্ট্যাম্পে থাকা মাইক্রোফোনে ধরা পড়ে।

ম্যাচ শেষে বাজে ভাষা ব্যবহার করার বিষয়টি জিজ্ঞেস করা হলে তিনি দোষ স্বীকার করেন এবং আইসিসির করা তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট দেয়ার বিষয়টি মেনে নেন। যার কারণে আর কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিরি আচরণবিধির লেভেল ১-এর ২.১.৪ ধারায় আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড় ও স্টাফদের ‘ভাষা বা অঙ্গভঙ্গি যা আক্রমণাত্মক বা অপমানজনক’ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, তার শাস্তির কথা বলা আছে।

এই লেভেলের অপরাধের জন্য একজন খেলোয়াড়কে সতর্কবার্তার সঙ্গে ম্যাচ ফি’র অন্তত ৫০ শতাংশ জরিমানা এবং এক থেকে দুটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেয়া হয়। রুবেলের ক্ষেত্রে শুধু সতর্কবার্তা ও ডিমেরিটের শাস্তি দেয়া হয়েছে।