অধিনায়ক মুমিনুল হকের ঝড়ো শতকে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশে ‘এ’ দল। পাঁচটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ।
আজ বুধবার ডাবলিনের ভিনেয়ার্ড গ্রাউন্ডে চলছে সিরিজের চতুর্থ ম্যাচ। এর আগে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল বৃষ্টি বাধায়। পরের ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। এরপরের ম্যাচ হেরে ১-১ সমতায় আসে সিরিজ। আজ সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আইরিশ ‘এ’ দল।
ব্যাট করতে নেমে ৬ রানের মাথায় উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মিজানুর রহমান ফেরেন ৪ রান করে।
এরপরই শুরু হয় অধিনায়ক মুমিনুলের ব্যাটিং তাণ্ডব। আরেক ওপেনার জাকির হাসানের সঙ্গে জুটি বেঁধে তুলে নেন শতক। সঙ্গে অর্ধশতকের ইনিংস খেলেন জাকিরও। ১৩৩ বলে ১৮২ রানের মারকুটে ইনিংস খেলেছেন মুমিনুল। সব মিলিয়ে ৪ উইেকেট বাংলাদেশ ৩৮৫ রান সংগ্রহ করেছে।
বাংলাদেশ ‘এ’ দল:
মিজানুর রহমান, জাকির হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিথুন. ফজলে রাব্বি, আফিফ হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

























