১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

‘আমার ওপর কোচের আস্থা আছে’

দলে টিকে থাকতে হলে কোচের আস্থার কোনো বিকল্প নেই। কোচের গুডবুক থেকে নাম কাটা গেলে মাঠে নামাই দুস্কর। ব্যাপারটা খুব ভারো করে জানেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ড্যানি ক্যাবালোস। মৌসুম শুরুর আগেই তিনি নিজেকে নিয়মিত স্কোয়াডে দেখার আশাবাদ ব্যক্ত করে বললেন, প্রধান কোচ জুলেন লোপেতেগুইয়ের আস্থা রয়েছে তার ওপর।

রিয়াল বেতিস থেকে যোগ দেয়ার পর ২২ বছর বয়সি এই ফুটবলার লা লিগায় মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এর আগে তার প্রত্যাশা ছিলো লস ব্লাঙ্কোসদের হয়ে আরো বেশি বেশি করে ম্যাচ খেলার। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের সবগুলো ম্যাচেই মূল একাদশে ছিলেন কেবালোস। যে কারণে কোচ লোপেতেগুইয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সুযোগ পাবেন বলে আশাবাদী এই উদীয়মান ফুটবলার।

রিয়াল মাদ্রিদ টিভিকে তিনি বলেন, ‘আমি নিজের ওপর আত্মবিশ্বাসী। সেই সঙ্গে কোচের আস্থাও আমার ওপর রয়েছে। অতীতে করিনি এমন কিছু কৌশলও এখন আমি রপ্ত করার চেষ্টা করছি। একজন খেলোয়াড় যদি এটিতে ৮০ শতাংশ আত্মবিশ্বাস লাভ করতে পারে তাহলে সে সেরা খেলাটাই খেলতে পারবে।’

উল্লেখ্য, রিয়াল বেতিসের হয়ে লা লিগায় তিনটি মৌসুম সেরা একাদশের হয়ে কাটিয়েছেন কেবালোস। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি লা লিগায় ৪৬টি ম্যাচে অংশ নিয়েছেন সেরা একাদশের হয়ে।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

‘আমার ওপর কোচের আস্থা আছে’

প্রকাশিত : ০৮:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮

দলে টিকে থাকতে হলে কোচের আস্থার কোনো বিকল্প নেই। কোচের গুডবুক থেকে নাম কাটা গেলে মাঠে নামাই দুস্কর। ব্যাপারটা খুব ভারো করে জানেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ড্যানি ক্যাবালোস। মৌসুম শুরুর আগেই তিনি নিজেকে নিয়মিত স্কোয়াডে দেখার আশাবাদ ব্যক্ত করে বললেন, প্রধান কোচ জুলেন লোপেতেগুইয়ের আস্থা রয়েছে তার ওপর।

রিয়াল বেতিস থেকে যোগ দেয়ার পর ২২ বছর বয়সি এই ফুটবলার লা লিগায় মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এর আগে তার প্রত্যাশা ছিলো লস ব্লাঙ্কোসদের হয়ে আরো বেশি বেশি করে ম্যাচ খেলার। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের সবগুলো ম্যাচেই মূল একাদশে ছিলেন কেবালোস। যে কারণে কোচ লোপেতেগুইয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সুযোগ পাবেন বলে আশাবাদী এই উদীয়মান ফুটবলার।

রিয়াল মাদ্রিদ টিভিকে তিনি বলেন, ‘আমি নিজের ওপর আত্মবিশ্বাসী। সেই সঙ্গে কোচের আস্থাও আমার ওপর রয়েছে। অতীতে করিনি এমন কিছু কৌশলও এখন আমি রপ্ত করার চেষ্টা করছি। একজন খেলোয়াড় যদি এটিতে ৮০ শতাংশ আত্মবিশ্বাস লাভ করতে পারে তাহলে সে সেরা খেলাটাই খেলতে পারবে।’

উল্লেখ্য, রিয়াল বেতিসের হয়ে লা লিগায় তিনটি মৌসুম সেরা একাদশের হয়ে কাটিয়েছেন কেবালোস। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি লা লিগায় ৪৬টি ম্যাচে অংশ নিয়েছেন সেরা একাদশের হয়ে।