পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যাওয়ার পরেও তাকে ঘিরে জল্পনার শেষ নেই। কেউ বলছেন, সিরি আ লিগের সোনালি দিন ফিরিয়ে আনবেন সিআর সেভেন। আবার কেউ বলছেন, ৩৩ বছরের রোনালদোকে কিনে ঠিক করেনি জুভেন্তাস। সব জল্পনা উড়িয়ে দিয়ে জুভেন্তাস স্ট্রাইকার ডগলাস কস্তার বিশ্বাস ইউরোপীয় শিরোপা জয়ের মাধ্যমে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো তার দলকে পরের ধাপে পৌঁছে দিতে পারবেন।
গত মাসে ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেন রোনালদো। টানা আটবার সিরি-আ লিগের খেতাব জয় করলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দৌঁড়ে বার বার ব্যর্থ হতে হয়েছে জুভেন্তাসকে। এমন এক পরিস্থিতিতে দলটিতে যোগ দিলেন মাদ্রিদের সর্বকালের সর্বাধিক গোলদাতা রোনালদো।
১৯৯৬ সালের পর ইউরো শিরোপা জয় করতে পারেনি জুভেন্তাস। তবে ব্রাজিলের আন্তর্জাতিক তারকা কস্তা বিশ্বাস করেন যে, দলের পরিবর্তনে সহায়তা করতে পারবেন রোনালদো। ইতালিয়ান ফুটবল টিভিকে কস্তা বলেন, ‘আমি মনে করি আগে থেকেই শীর্ষ পর্যায়ে ছিলেন রোনালদো। তবে নিজের মর্যদাকে আরো শানিত করার লক্ষ্যে তিনি আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের পরের ধাপে পৌঁছে দেয়ার জন্য সবকিছুই সিআর সেভেনর মধ্যে রয়েছে। এই মৌসুমেই তিনি গুরুত্বপূর্ণ কিছু দেখাবেন।’
তিনি আরও বলেছেন, ‘রোনালদো সত্যিকার অর্থেই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাছাড়া আমাদের দলে আছেন দিবালার মতো তরুণ তারকা। আমি নেইমারের সঙ্গে খেলে এসেছি। তাই রোনালদোর পর্যায়ের খেলোয়াড়ের সঙ্গে তাল মিলিয়ে খেলাটা আমার কাছে নতুন কিছু নয়। সবাই তাকে (জুভেন্তাসে) স্বাগত জানিয়েছে। জানি তিনি, আমাদের কতটুকু ওপরে নিতে পারেন। এটি পরিস্কার যে, তার যোগ্যতা নিয়ে গোপনীয়তার কিছু নেই।’

























