লুকা মডরিচকে দলে ভেড়ানোর জন্য তৎপর ছিল ইন্টার মিলান। অবশেষে তাদের সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হল। রিয়াল মাদ্রিদের হয়েই খেলবেন বলে জানিয়েছেন ক্রোয়াট তারকা। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি অবশ্য প্রথম থেকেই সচেতন ছিল মডরিচের বিষয়ে। যে কারণে তারা রিলিজ ক্লজের অঙ্কটা রেখেছিল ৭৫০ মিলিয়ন ইউরোতে। পাশাপাশি রিয়াল মডরিচের পারিশ্রমিকও বাড়িয়েছে। তাতে কাজও হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রিয়াল ঘনিষ্ঠদের এই ক্রোয়াট তারকা বলেছেন, ‘তিনি থাকছেন’।
শুক্রবার (১০ আগস্ট) সকালে রিয়ালের হয়ে অনুশীলনের ছবি টুইট করে মডরিচের ক্যাপশন, ‘ব্যাক টু ওয়ার্ক’—অর্থাৎ কাজে ফিরলাম। এএস জানিয়েছে, লুকা মদরিচ নিজের সিদ্ধান্তটা নিয়েছেন। পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন রিয়ালেই থাকবেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, রিয়ালের বেতন কাঠামোয় এত দিন তৃতীয় গ্রেডে পারিশ্রমিক পেতেন মদরিচ। তার পারিশ্রমিক ছিল বছরে সাড়ে ৬ মিলিয়ন ইউরো। ইন্টার তাকে বছরে ১০ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার লোভ দেখিয়েছিল। কিন্তু মডরিচকে ধরে রাখতে বছরে তাকে ১১ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।
রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও একই অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন। মার্কা ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছে, অধিনায়ক সার্জিও রামোসের সমান বেতন পাবেন তিনি (মডরিচ)। দুই পক্ষ শিগগিরই নতুন চুক্তিপত্রে সই করবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। সূত্র: গোল ডটকম।

























