ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুর্দান্ত অভিষেকের পর, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে জুভেন্টাস। পর্তুগিজ তারকার অসাধারণ পারফর্ম্যান্সের পর কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন্স লিগ জেতার। রোনাল্ডোর এমন খেলা সে আশায় বাড়তি প্রেরণা জুগিয়েছে, তা বলাই যায়।
সিরিএ লিগের জায়ান্ট দলের জার্সিতে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন সিআরসেভেন। অভিষেক ম্যাচে গোল করতে সময় নিয়েছেন মাত্র ৮ মিনিট। ম্যাচটা জুভেন্টাসের‘বি’দলের সঙ্গে হলেও রোনাল্ডো ইঙ্গিত দিয়ে রাখলেন আরো ভালো কিছুর।
ম্যাচটিতে বলা বাহুল্য রোনালদোই ছিলেন মূল আকর্ষণ। দর্শকদের ভিড় এতোটাই ছিল যে, পুলিশকে রীতিমতো হিমশিম খেয়েছে তাদের সামলাতে। ম্যাচের একপর্যায়ে দর্শকেরা তাদের স্বপ্নের তারকার সঙ্গে ছবি তুলতে মাঠে ঢুকে পড়লে, খেলা বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় ছিল না আয়োজকদের। ২০ মিনিট আগে বন্ধ হয়ে যাওয়া এই ম্যাচে জুভেন্টাসের মূল দল এগিয়ে ছিল ৫-০ গোলে।

























