২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের হতাশাজনক বিদায়ের পর আন্দ্রেস ইনিয়েস্তা অবসরের ঘোষণা দেন। গত শনিবার স্পেনের জার্সি একেবারে তুলে রাখার সিদ্ধান্ত নেন জেরার্দ পিকে। তিন দিনের ব্যবধানে লা রোহাদের বিদায় জানালেন ডেভিড সিলভা।
সোমবার টুইটারে লিখা এক আবেগঘন চিঠিতে ম্যানচেস্টার সিটি তারকা নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে আর কখনও খেলবেন না তিনি। ১২ বছরের ক্যারিয়ারে ১২৫ ম্যাচ খেলে জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন সিলভা।
সিলভা টুইটারে লিখেন, ‘এত দুর্দান্ত অভিজ্ঞতা থাকার পরও আমার পক্ষে সরে দাঁড়ানোটা সহজ ছিল না। এমন সিদ্ধান্ত নিতে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ভাবতে হয়েছে। কোনো সন্দেহ নেই এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের একটি।’
স্পেনের হয়ে অনূর্ধ্ব-১৬, ১৭, ১৯, ২০ ও ২১ খেলা সিলভা জাতীয় দলের হয়ে ২০০৬ সালে প্রথম ম্যাচ খেলেন।

























