ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) গঠন করা ক্রিকেট এডভাইসারি কমিটির (সিএসি) চাকরি হারাচ্ছেন কমিটির সদস্য শচিন টেন্ডুলকার, সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ।
‘স্বার্থের সংঘাত’ ইস্যুতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সম্মানিত ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে সরানো হচ্ছে ভারতীয় ক্রিকেটের এই তিন ক্রিকেট গ্রেটকে।
ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম বলেছে, মূলত স্বার্থ সংঘাতের ইস্যুর কারণেই বিনা বেতনে কাজ করা শচিন-সৌরভ-লক্ষ্মণকে সরিয়ে ক্রিকেট অ্যাডভাইসারি কমিটিকে নতুন করে সাজানো হচ্ছে। এ ক্ষেত্রে বেতন দিয়েই নতুন কর্তাব্যক্তিদের দ্বায়িত্বে নিয়োগ করা হবে।
জানা গেছে, শচিন, সৌরভ ও লক্ষ্মণের নিজস্ব ইচ্ছায় বোর্ডের বাইরের কাজগুলোর কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি। আবার ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেন সম্প্রচারকারী চ্যানেলে। অন্যদিকে ভিভিএস লক্ষ্মণ আবার বিভিন্ন পত্র পত্রিকায় বিশেষজ্ঞের কলাম লেখেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টরও তিনি।
শচিনের ক্ষেত্রে এমন কোনো সমস্যা না থাকলেও তার ছেলে অর্জুন অনুর্ধ্ব-১৯ দলের সদস্য।
নিয়ম অনুযায়ী, কোচ অথবা নির্বাচকের কোনো আত্মীয় জাতীয় দলে ঢোকার লড়াইয়ে থাকলে তাকে সেই দায়িত্ব ছাড়তে হয়। এ জন্য শচিনকে ছাড়তে হবে তার পদ।
ভারতীয় ক্রিকেট দলের জন্য সঠিক কোচ নির্বাচন ও পাশাপাশি টিম ম্যানেজমেন্টের আনুষঙ্গিক কাজ করার জন্যই তিন সদস্য নিয়ে গঠন করা হয়েছিল। তবে এটা অনুমেয় যে, ভারতীয় বোর্ডে বড়সড় রদবদল আসছে।

























