০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

এবার পুলিশি ঝামেলা পড়লেন সালাহ

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর পুলিশি ঝামেলায় পড়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। মার্সেসাইড পুলিশ জানিয়েছে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় সালাহকে ‘শাস্তি’র আওতায় আনা হতে পারে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাফিক জ্যামে আটকা থাকা অবস্থায় সালাহ নিজের ফোন ব্যবহার করছেন। এ সময় তার গাড়ির চারপাশে কয়েকজন শিশুকে ভিড় করতে দেখা যায়।

ইংল্যান্ডের আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে ২০০ ডলার জরিমানার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির নামের পাশে ছয়টি নেতিবাচক পয়েন্ট যোগ হয়। অভিযোগ গুরুতর হলে জরিমানা বাড়ার পাশাপাশি গাড়ি চালানোর ওপর এক বছরের নিষেধাজ্ঞা জারি হয়।

এদিকে তার ফুটবল ক্লাব লিভারপুল জানিয়েছে, ক্লাবের পক্ষ থেকে সালাহর ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

এবার পুলিশি ঝামেলা পড়লেন সালাহ

প্রকাশিত : ১২:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর পুলিশি ঝামেলায় পড়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। মার্সেসাইড পুলিশ জানিয়েছে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় সালাহকে ‘শাস্তি’র আওতায় আনা হতে পারে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাফিক জ্যামে আটকা থাকা অবস্থায় সালাহ নিজের ফোন ব্যবহার করছেন। এ সময় তার গাড়ির চারপাশে কয়েকজন শিশুকে ভিড় করতে দেখা যায়।

ইংল্যান্ডের আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে ২০০ ডলার জরিমানার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির নামের পাশে ছয়টি নেতিবাচক পয়েন্ট যোগ হয়। অভিযোগ গুরুতর হলে জরিমানা বাড়ার পাশাপাশি গাড়ি চালানোর ওপর এক বছরের নিষেধাজ্ঞা জারি হয়।

এদিকে তার ফুটবল ক্লাব লিভারপুল জানিয়েছে, ক্লাবের পক্ষ থেকে সালাহর ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।