মারিও মানজুকিচের পর এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলের গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। এছাড়াও তাদের বিশ্বকাপ দলের আরেক সদস্য ভেদ্রান করলুকা অবসর ঘোষণা করেছেন।
অবসর প্রসঙ্গে সুবাসিচ বলেন, ‘প্রিয় জার্সির হয়ে ১০ বছর কাটানোর পর বিদায় বলার সময় এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এখন পরিপূর্ণ। আমি সুখি মানুষ, যে দেশের হয়ে খেলতে পেরেছি এবং বিশ্বের সবচেয়ে সুন্দর জার্সি গায়ে চাপাতে পেরেছিলাম।
ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর হয়ে খেলা সুবাসিচ ক্রোয়েশিয়ার হয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নেন রাকিটিচ-মদ্রিচরা।

























