অ্যান্টিগায় ৪৩ রানের হতাশার ইনিংসে শুরু। এরপর সাদা পোশাকে দুঃসহ যন্ত্রণার দিন পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে কেবল ধুঁকেই গেছে বাংলাদেশ। বড় বড় হারের পাশাপাশি নিজেদের নামের পাশে যোগ হয়েছে লজ্জার রেকর্ড। সেই দলটিই আবার ঘুরে দাঁড়ায় ওয়ানডে সিরিজে। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।
যে ধারাবাহিকতা টি-টোয়েন্টিতেও ধরে রাখে সফরকারিরা। সাকিব আল হাসানের দলও সিরিজ জেতে ২-১ ব্যবধানে। টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ করা দলটির এভাবে বদলে যাওয়ার কী কারণ? তামিম ইকবাল বলছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা। মাশরাফি দলকে বদলে দিয়েছেন বলে জানালেন বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার।
বৃহস্পতিবার মিরপুরে এ বিষয়ে তামিম বলেন, ‘আমাদের জন্য ওয়ানডে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা জানতাম ওয়ানডে ফরম্যাটে আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের ঘুরে দাঁড়ানোর পেছনে মাশরাফি ভাইয়ের দলে যোগ দেওয়া বড় অবদান রেখেছে। তিনি হয়তো অন্যের হয়ে ব্যাটিং-বোলিং করে দেননি, কিন্তু দলের অভ্যন্তরীণ পরিবেশ পরিবর্তন করতে অনেক সাহায্য করেছেন।’
মাশরাফির ইতিবাচক মনোভাবই দলকে চাঙ্গা করে দেয় জানিয়ে তামিম বলেন, ‘একটা বাজে টেস্ট সিরিজের পর প্লেয়ারদের মধ্যে অনেক নেতিবাচক মনোভাব থাকে, পরিস্কার মনোভাব থাকে না। তিনি যে ইতিবাচক মনোভাবটা নিয়ে এসেছেন, সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। ঘুরে দাঁড়ানোর পেছনে এটা বড় কারণ ছিল।’
পাশাপাশি নিজেদের লড়াইয়ের কথা বলছেন দেশসেরা এই ওপেনার, ‘যেভাবে করে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা খেললাম, কঠিন উইকেটে আমরা কোনো সময় হাল ছেড়ে দেইনি। কষ্ট করে উইকেটে ছিলাম আমরা। সেটার ফলাফল পেয়েছি আমরা। এরপর স্বভাবতই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার কাছে মনে হয়, এমন টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফিরে আসতে বিশেষ পারফরম্যান্স দরকার ছিল।’
প্রথম ওয়ানডে দিয়ে ছন্দে ফিরে এলেও দ্বিতীয় ওয়ানডে ভালো যায়নি বাংলাদেশের। জেতা ম্যাচ ৩ রানে হেরে যায় তারা। আরও একবার ঘুরে দাঁড়াতে হয়েছে মাশরাফিবাহনীকে। এখানেও মাশরাফির কথা বলছেন তামিম, ‘দ্বিতীয় ম্যাচ হারার পর মাশরাফির ভাইসহ বসেছিলাম, তার অনেক বড় ইনপুট ছিল। আমরা আলোচনা করেছি, যদি আগে থেকেই চিন্তা করি যে ওরা আমাদের থেকে এগিয়ে, তাহলে আমরা খেলার আগেই হেরে গেছি। তাহলে শেষ ওয়ানডে খেলার কোনো মানে হয় না। আমরা আগে চিন্তা না করে মাঠে পারফর্ম করে দেখাতে চেয়েছি।’

























