ক্যারিয়ারের ১১তম বছরেও উদ্বোধনী জুটিতে স্থায়ী সঙ্গী খুঁজে পাননি এই ড্যাশিং ওপেনার। যা নিয়ে পুরো বাংলাদেশ ক্রিকেটই এখন আক্ষেপে পুড়ে। এক বছরও নেই ওয়ানডে বিশ্বকাপের। সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে এই সমস্যাকেই বড় করে দেখছেন সবাই। তবে তামিম ইকবাল বলছেন, বিশ্বকাপের আগেই সমাধান হবে তার ‘সঙ্গী’ সমস্যার।
এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে ২৭ অক্টোবর। তবে ক্যারিবীয় সফর শেষে তামিম প্রস্তুতি শুরু করলেন বৃহস্পতিবার থেকেই। ব্যাট হাতে ঘাম ঝড়ালেন মিরপুরে। এসময় সাংবাদিকদের সঙ্গে দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তামিম।
এসময় ওপেনিং জুটির সমস্যা নিয়ে প্রশ্নটি উঠলো। তামিম আশ্বস্ত করতে চাইলেন ভক্তদের, ‘বিশ্বকাপের বেশি দিন নেই। তবে আমাদের অনেক খেলা আছে। টিম ম্যানেজমেন্ট যাদের নিয়ে ভাবছে, আশা করি তাদের যথেষ্ট সময় দেওয়া হবে। পর্যাপ্ত সুযোগ পেলে আশা করি ওরা ভালো করবে। তারা সবাই প্রতিভাবান। আশা থাকবে সুযোগ পেলে জায়গা পাকা করবে।’
এপর্যন্ত তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলা ব্যাটসম্যানদের তালিকা করলে সেটি হয়ে যাবে অনেক দীর্ঘ। তবে তাদেরকে তামিম যোগ্য ‘সঙ্গী’র মতো আগলে রাখতে চাইলেন যেন, ‘হয়তো তাদের ওরকম কোনো পারফরম্যান্স হচ্ছে না। তবে আমি দলের সঙ্গে থেকে যা দেখি, যাদের দায়িত্ব দেওয়া হয় তারা সবাই প্রচণ্ড চেষ্টা করেন। অনুশীলন করেন। নিজেদের উন্নতি করতে যতটা করার দরকার করার চেষ্টা করেন। কিন্তু ওদের কাউকে নিয়ে আমরা সংশয় নেই।’
তামিম যোগ করে বলেন, ‘আমার সঙ্গে যারাই ওপেন করেছে সবারই সামর্থ্য আছে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার। আমার কাছে মনে হয়, একটি-দুটি ম্যাচে ভালো ইনিংস খেলতে পারলে সেই আত্মবিশ্বাস নিয়েই ওরা দলে থিতু হতে পারবে।’

























