ফুটবলে রোজ রোজ একই জিনিস হয় না। সবদিন মেলে না সমীকরণও। কখনো কখনো র্যাংকিংয়ের পার্থক্যটা মাঠে ফুটে উঠে, কখনো গনেশ উল্টে যায়। এই যেমন র্যাংকিংয়ে ৯৮ নম্বরে থাকা কাতারকে হারিয়ে দিয়েছে ১৯৪ নম্বরের বাংলাদেশ। যে জয়েই লেখা হয়েছে বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস।
শুক্রবার এমন কিছু হলে তা হবে অবিস্মরণীয় রূপকথা। ইন্দোনেশিয়ার জাকার্তার বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মাঝেমধ্যে বাংলাদেশের দেখা হলেও উত্তর কোরিয়ার সঙ্গে খেলা হয়েছে খুব কম। ইতিহাস ঘেটেঘুঁটে এবং সাবেক ফুটবলারদের কাছে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এ পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্ট ও ফিফা ফ্রেন্ডলি ম্যাচ মিলে ৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও উত্তর কোরিয়া। ভরসা পাওয়ার মতো তথ্য- বাংলাদেশের জয়ের অভিজ্ঞতাও আছে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশটির বিরুদ্ধে।
১৯৮১ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রেসিডেন্টস গোল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশ লাল দল টাইব্রেকারে ৫-৪ গোলে উত্তর কোরিয়াক হারিয়ে উঠেছিল ফাইনালে। ফাইনালে বাংলাদেশ হেরে যায় দক্ষিণ কোরিয়ার কাছে।
ওই মাচে টাইব্রেকারে জয়সূক গোল করা হাসানুজ্জামান খান বাবলু বললেন, ‘ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছিল। টাইব্রেকারে আমরা ৫টি গোলই করেছিলাম। ওরা করে ৪টি। শেষ শটটি ছিল আমার।’

























