আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। আর এই আসরকে সামনে রেখে এরই মধ্যে ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মূলত সেদিন থেকেই এশিয়া কাপের প্রস্তুতি শুরু হবে।
তবে এর আগে থেকেই যেন প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল। ঈদের আমেজ এখনো শেষ হয়নি। ঈদের ছুটি কাটিয়ে গতকাল শুক্রবার (২৪ আগস্ট) রাতে ঢাকা ফিরেছেন এ টাইগার ওপেনার। আর ঢাকা এসেই আজ নিজ উদ্দ্যোগে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছেন তিনি।
আর তার অনুশীলনে সঙ্গে ছিলেন সবসময়ের প্রিয় মেন্টর মোহাম্মদ সালাহউদ্দিন। মেন্টরের নির্দেশনায় মেশিনের বলে চললো তামিমের ব্যাটিং অনুশীলন। এখনো নিজের ছোটখাটো ভুল গুলো ঠিক করতে শৈশবের গুরু সালাহউদ্দিনের স্মরণাপন্ন হন তামিম। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেও সালাহউদ্দিনের সাথে কাজ করেছিলেন তামিম।
উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের।

























