০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

এতিমখানায় ফ্রি খাবার দিবে নবাব’স কিচেন

নবাব’স কিচেন ফুড ফর অল অরফানস, নামে একটি নতুন প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে যত এতিমখানা আছে সকল এতিমখানায় বিনামূল্যে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাবার বিনামূল্যে সরবরাহ করবে। এমনকি পরিবহন খরচ পর্যন্ত নিবে না তারা।

এ বিষয়ে নবাব’স কিচেন ফুড ফর অল অরফানস-এর প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহর নাতি নবাব আলী হাসান আসকারী বিজনেস বাংলাদেশকে জানান, সম্পূর্ণ নিজ খরচে আমাদের, নিজস্ব পরিবহনে এতিমখানার ঠিকানায় মালামাল পাঠিয়ে দিব। এতিমখানা কমিটিকে আহবান করবো আপনাদের এতিমখানা পরিচালনায় যদি চাল-ডালের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে (০১৭৫৫ ৭৬৬ ৫৭৭)। আপনার প্রতিষ্ঠানে পৌঁছে যাবে আমাদের সামগ্রী।

উল্লেখ, নবাব আলী হাসান আসকারী বেওয়ারিশ লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান-ই মফিদুল ইসলামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান, এছাড়া নিজেও বেওয়ারিশ লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান-ই আসকারী’র প্রতিষ্ঠাতা। আঞ্জুমান-ই আসকারী ইতিমধ্যেই দুবাই, কাতার, ওমান, সৌদি আরব ও বাহরাইনসহ বেশ কিছু দেশে কার্যক্রম চালাচ্ছে। এশিয়ার বিভিন্ন দেশের শ্রমিকদের লাশ দাফনের দায়িত্বপালন করা হয়।

বিবি/এসআর

ট্যাগ :

বরিশালে পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

এতিমখানায় ফ্রি খাবার দিবে নবাব’স কিচেন

প্রকাশিত : ১০:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮

নবাব’স কিচেন ফুড ফর অল অরফানস, নামে একটি নতুন প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে যত এতিমখানা আছে সকল এতিমখানায় বিনামূল্যে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাবার বিনামূল্যে সরবরাহ করবে। এমনকি পরিবহন খরচ পর্যন্ত নিবে না তারা।

এ বিষয়ে নবাব’স কিচেন ফুড ফর অল অরফানস-এর প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহর নাতি নবাব আলী হাসান আসকারী বিজনেস বাংলাদেশকে জানান, সম্পূর্ণ নিজ খরচে আমাদের, নিজস্ব পরিবহনে এতিমখানার ঠিকানায় মালামাল পাঠিয়ে দিব। এতিমখানা কমিটিকে আহবান করবো আপনাদের এতিমখানা পরিচালনায় যদি চাল-ডালের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে (০১৭৫৫ ৭৬৬ ৫৭৭)। আপনার প্রতিষ্ঠানে পৌঁছে যাবে আমাদের সামগ্রী।

উল্লেখ, নবাব আলী হাসান আসকারী বেওয়ারিশ লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান-ই মফিদুল ইসলামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান, এছাড়া নিজেও বেওয়ারিশ লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান-ই আসকারী’র প্রতিষ্ঠাতা। আঞ্জুমান-ই আসকারী ইতিমধ্যেই দুবাই, কাতার, ওমান, সৌদি আরব ও বাহরাইনসহ বেশ কিছু দেশে কার্যক্রম চালাচ্ছে। এশিয়ার বিভিন্ন দেশের শ্রমিকদের লাশ দাফনের দায়িত্বপালন করা হয়।

বিবি/এসআর