০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ষষ্ঠ গেম জিতে শেষ ষোলোতে নাদাল

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে নাদালকে। অষ্টম গেমে গিয়ে প্রথম ব্রেক পয়েন্ট পান ৩২ বছর বয়সী নাদাল। দ্বিতীয় সেটে ১৮ বছর বয়সী আলিয়াসিম নিজের সার্ভে ৫টি ম্যাচ পয়েন্ট বাঁচান। কিন্তু নাদাল ষষ্ঠ গেম জিতে নিশ্চিত করেন শেষ ষোলো।

ষষ্ঠ মাদ্রিদ ওপেনের খোঁজে নাদাল পরের ম্যাচে খেলবেন আমেরিকার ফ্রাঙ্কেস টিয়াফোকে। এই মৌসুমে এখনও কোনও শিরোপা জিততে পারেননি তিনি। বার্সেলোনা ও মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনালে টানা হেরে মাদ্রিদের কোর্টে লড়াই করছেন নাদাল।

একই দিন তৃতীয় বাছাই আলেক্সান্দার জেরেভের কাছে ৬-৪, ৬-১ গেমে হেরে ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে স্পেনের ডেভিড ফেরারকে। ম্যাচ শেষে ঘরের দর্শকদের সামনে আবেগঘন বিদায় নেন ৩৭ বছর বয়সী খেলোয়াড়।

বিবি/এমএ

ট্যাগ :

বরিশালে পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ষষ্ঠ গেম জিতে শেষ ষোলোতে নাদাল

প্রকাশিত : ১২:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে নাদালকে। অষ্টম গেমে গিয়ে প্রথম ব্রেক পয়েন্ট পান ৩২ বছর বয়সী নাদাল। দ্বিতীয় সেটে ১৮ বছর বয়সী আলিয়াসিম নিজের সার্ভে ৫টি ম্যাচ পয়েন্ট বাঁচান। কিন্তু নাদাল ষষ্ঠ গেম জিতে নিশ্চিত করেন শেষ ষোলো।

ষষ্ঠ মাদ্রিদ ওপেনের খোঁজে নাদাল পরের ম্যাচে খেলবেন আমেরিকার ফ্রাঙ্কেস টিয়াফোকে। এই মৌসুমে এখনও কোনও শিরোপা জিততে পারেননি তিনি। বার্সেলোনা ও মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনালে টানা হেরে মাদ্রিদের কোর্টে লড়াই করছেন নাদাল।

একই দিন তৃতীয় বাছাই আলেক্সান্দার জেরেভের কাছে ৬-৪, ৬-১ গেমে হেরে ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে স্পেনের ডেভিড ফেরারকে। ম্যাচ শেষে ঘরের দর্শকদের সামনে আবেগঘন বিদায় নেন ৩৭ বছর বয়সী খেলোয়াড়।

বিবি/এমএ