১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

কথাবন্ধু হয়ে নতুন বছরে ধরা দেবেন পড়শী

সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী সাবরিনা পড়শী সারাবছর গান নিয়েই ব্যস্ত থাকেন। তবে গান প্রকাশের ক্ষেত্রে একটু সময় নিয়ে কাজ করেন। নতুন বছরেকে সামনে রেখে শেষ করেছেন কিছু গানের কাজ।

তবে নতুন বছরে পড়শীকে পাওয়া যাবে ভিন্নরূপে। গায়িকা থেকে এবার কথাবন্ধু হয়ে ধরা দেবেন শ্রোতাদের কাছে। মাইক্রোফোন হাতে টানা দুই ঘণ্টা সরাসরি শ্রোতাদের সঙ্গে সংযুক্ত থাকবেন তিনি। রেডিও ক্যাপিটাল এফএম (৯৪.৮)-এর কথাবন্ধু হিসেবে প্রতি শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রোতাদের সঙ্গে গল্প করবেন তিনি। অনুষ্ঠানটির নাম রাখা হয় ‘পড়শী অন দ্য মাইক’।

পড়শী বলেন, ‘কথাবন্ধুর কাজটি আমার কাছে অন্যরকম একটি ভালো লাগার কাজ। এর আগেও এই কাজটি আমি করেছি। বিষয়টি সত্যি দারুণ। এবারের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। অনুষ্ঠানে ভক্ত-শ্রোতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি মজার মজার গেম শোও থাকবে।’

২৯ ডিসেম্বর দুপুরে ক্যাপিটাল এফএমের সঙ্গে দুই বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। আগামী ৩ জানুয়ারি থেকে অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে।এর আগে, ২০১৬ সালে জাগো এফএম-এর ‘পড়শী নাইটস : অন্যরকম ফিলিংস’ শিরোনামের একটি অনুষ্ঠানে কথাবন্ধু হিসেবে অংশ নেন পড়শী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

কথাবন্ধু হয়ে নতুন বছরে ধরা দেবেন পড়শী

প্রকাশিত : ০৬:১০:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯

সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী সাবরিনা পড়শী সারাবছর গান নিয়েই ব্যস্ত থাকেন। তবে গান প্রকাশের ক্ষেত্রে একটু সময় নিয়ে কাজ করেন। নতুন বছরেকে সামনে রেখে শেষ করেছেন কিছু গানের কাজ।

তবে নতুন বছরে পড়শীকে পাওয়া যাবে ভিন্নরূপে। গায়িকা থেকে এবার কথাবন্ধু হয়ে ধরা দেবেন শ্রোতাদের কাছে। মাইক্রোফোন হাতে টানা দুই ঘণ্টা সরাসরি শ্রোতাদের সঙ্গে সংযুক্ত থাকবেন তিনি। রেডিও ক্যাপিটাল এফএম (৯৪.৮)-এর কথাবন্ধু হিসেবে প্রতি শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রোতাদের সঙ্গে গল্প করবেন তিনি। অনুষ্ঠানটির নাম রাখা হয় ‘পড়শী অন দ্য মাইক’।

পড়শী বলেন, ‘কথাবন্ধুর কাজটি আমার কাছে অন্যরকম একটি ভালো লাগার কাজ। এর আগেও এই কাজটি আমি করেছি। বিষয়টি সত্যি দারুণ। এবারের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। অনুষ্ঠানে ভক্ত-শ্রোতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি মজার মজার গেম শোও থাকবে।’

২৯ ডিসেম্বর দুপুরে ক্যাপিটাল এফএমের সঙ্গে দুই বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। আগামী ৩ জানুয়ারি থেকে অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে।এর আগে, ২০১৬ সালে জাগো এফএম-এর ‘পড়শী নাইটস : অন্যরকম ফিলিংস’ শিরোনামের একটি অনুষ্ঠানে কথাবন্ধু হিসেবে অংশ নেন পড়শী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ