০১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

করোনা আবহে চলছে নুসরৎ ও মিমির শ্যুটিং 

নুসরৎ জাঁহান ও মিমি চক্রবর্তী (ফাইল ছবি)

কোভিড সংক্রমণ ও আনলক আবহে কলকাতায় শুরু ছবির শ্যুটিং। পুজোয় মুক্তির উদ্যোগ নিয়ে টলিউডে চলছে এসওএস কলকাতার ছবি শ্যুটিং। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন যশ দাশগুপ্ত, অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরৎ জাঁহান ঘটনাচক্রে এই দুই অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বেশ ভালো বন্ধু। অভিনেত্রী এনা সাহা এই ছবির অন্যতম প্রযোজক। এবং ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন।

শহরের একটি পাঁচতারা হোটেলে এই ছবির শ্যুটিংয়ের মাঝে নুসরৎ বলেন, “এই সঙ্কটের পরিস্থিতিতে ফের কাজে ফিরতে পেরেছি। এটাই বড় স্বস্তি। এই ছবির শ্যুটিং শেষের দিকে আশা করছি পুজোর মধ্যে ছবি মুক্তি সম্ভব।” মিমি চক্রবর্তী বলেছেন, “নারীকেন্দ্রিক এই ছবি সন্ত্রাসবাদী হানার ছক ও তা ভেস্তে দেওয়ার গল্প।”

বিজনেস বাংলাদেশ/ এ আর

করোনা আবহে চলছে নুসরৎ ও মিমির শ্যুটিং 

প্রকাশিত : ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

কোভিড সংক্রমণ ও আনলক আবহে কলকাতায় শুরু ছবির শ্যুটিং। পুজোয় মুক্তির উদ্যোগ নিয়ে টলিউডে চলছে এসওএস কলকাতার ছবি শ্যুটিং। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন যশ দাশগুপ্ত, অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরৎ জাঁহান ঘটনাচক্রে এই দুই অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বেশ ভালো বন্ধু। অভিনেত্রী এনা সাহা এই ছবির অন্যতম প্রযোজক। এবং ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন।

শহরের একটি পাঁচতারা হোটেলে এই ছবির শ্যুটিংয়ের মাঝে নুসরৎ বলেন, “এই সঙ্কটের পরিস্থিতিতে ফের কাজে ফিরতে পেরেছি। এটাই বড় স্বস্তি। এই ছবির শ্যুটিং শেষের দিকে আশা করছি পুজোর মধ্যে ছবি মুক্তি সম্ভব।” মিমি চক্রবর্তী বলেছেন, “নারীকেন্দ্রিক এই ছবি সন্ত্রাসবাদী হানার ছক ও তা ভেস্তে দেওয়ার গল্প।”

বিজনেস বাংলাদেশ/ এ আর