০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

এবার উপস্থাপনায় সারিকা

সারিকা

বাংলাভিশনে নিয়মিত অনুষ্ঠান সেলিব্রেটি টক শো ‘আমার আমি’র নতুন উপস্থাপক অভিনয়শিল্পী ও মডেল সারিকা।
এবারের অতিথি অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও শ্যামলা মাওলা পরবর্তী পবের্র অতিথি হয়ে আসছেন শবনম ফারিয়া ও মনোজ প্রামাণিক।

‘আমার আমি’ অনুষ্ঠানটি বাংলাভিশনের যাত্রা শুরুর সময় থেকে আজ অবধি চলমান একটি নিয়মিত জনপ্রিয় সেলিব্রিটি টক শো। এর প্রতি পর্বে আলোচিত তারকারা অতিথি হয়ে আসেন। এবং এই অনুষ্ঠানে তারকাদের অনেক অজানা কথা গল্পছলে উঠে আসে। সূচনালগ্নে এই অনুষ্ঠানটি অপি করিম উপস্থাপনা করেছেন। এরপর একে একে রূমানা মালিক মুনমুন, নওশীন, মিথিলা এবং বর্তমানে সারিকা এই অনুষ্ঠানের এর উপস্থাপনা শুরু করেছেন।
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দের সার্বিক তত্ত¡াবধানে ‘আমার আমি’ অনুষ্ঠানটি জনপ্রিয়তার সাথে প্রচারিত হচ্ছে। তিনি বলেন, মিথিলা এখন ভারতে আছেন। তিনি ঢাকায় ফেরার চেষ্টা করেছেন কিন্তু আসতে দেরি হচ্ছে। তাই তাঁর সাথে কথা বলে উপস্থাপক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারিকা অভিনয় ও মডেলিং-এ জনপ্রিয়। তাঁর উপস্থাপনা ভালো হবে এই অনুষ্ঠানে। আশা করি, দর্শক প্রছন্দ করবেন।
সারিকা’র উপস্থাপনায় নতুন পর্বগুলো প্রচার হবে ৭ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে শনিবার রাত ০৯টা ০৫মিনিটে।

বিজনেস বাংলাদেশ /বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এবার উপস্থাপনায় সারিকা

প্রকাশিত : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

বাংলাভিশনে নিয়মিত অনুষ্ঠান সেলিব্রেটি টক শো ‘আমার আমি’র নতুন উপস্থাপক অভিনয়শিল্পী ও মডেল সারিকা।
এবারের অতিথি অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও শ্যামলা মাওলা পরবর্তী পবের্র অতিথি হয়ে আসছেন শবনম ফারিয়া ও মনোজ প্রামাণিক।

‘আমার আমি’ অনুষ্ঠানটি বাংলাভিশনের যাত্রা শুরুর সময় থেকে আজ অবধি চলমান একটি নিয়মিত জনপ্রিয় সেলিব্রিটি টক শো। এর প্রতি পর্বে আলোচিত তারকারা অতিথি হয়ে আসেন। এবং এই অনুষ্ঠানে তারকাদের অনেক অজানা কথা গল্পছলে উঠে আসে। সূচনালগ্নে এই অনুষ্ঠানটি অপি করিম উপস্থাপনা করেছেন। এরপর একে একে রূমানা মালিক মুনমুন, নওশীন, মিথিলা এবং বর্তমানে সারিকা এই অনুষ্ঠানের এর উপস্থাপনা শুরু করেছেন।
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দের সার্বিক তত্ত¡াবধানে ‘আমার আমি’ অনুষ্ঠানটি জনপ্রিয়তার সাথে প্রচারিত হচ্ছে। তিনি বলেন, মিথিলা এখন ভারতে আছেন। তিনি ঢাকায় ফেরার চেষ্টা করেছেন কিন্তু আসতে দেরি হচ্ছে। তাই তাঁর সাথে কথা বলে উপস্থাপক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারিকা অভিনয় ও মডেলিং-এ জনপ্রিয়। তাঁর উপস্থাপনা ভালো হবে এই অনুষ্ঠানে। আশা করি, দর্শক প্রছন্দ করবেন।
সারিকা’র উপস্থাপনায় নতুন পর্বগুলো প্রচার হবে ৭ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে শনিবার রাত ০৯টা ০৫মিনিটে।

বিজনেস বাংলাদেশ /বিএইচ