০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

কামরুজ্জামান রাব্বির স্বার্থ ছাড়া হয় না মানুষ (ভিডিও)

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও ‘স্বার্থ ছাড়া হয় না মানুষ’। আমিতো ভালা না খ্যাত কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি একই ব্যানারে এর আগে ‘সাধু কানা’ ও ‘গুরু’ শীর্ষক গান দুটিতে সাফল্য দেখিয়েছেন।

এবারের গান স্বার্থ ছাড়া হয় না মানুষ এর কথা ও সুর করেছেন আকাশ নিবির। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। ফিল্ম্যানিয়াক টিমের পরিচালনায় ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন কামরুল ইসলাম। সম্পাদনা ও বঙবিন্যাস করেছেন রনি শিকদার জিতু।

নতুন এই গান প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘এই গানটির সুর ও কথা অনেকটা ফোন প্যাটার্নের। শ্রোতারা শুনে আরাম পাবেন। একই ব্যানারে আমার বেশ কিছু গান প্রস্তুত হচ্ছে। শিগগিরই সেগুলো শ্রোতাদের সামনে তুলে ধরা হবে।’

ভিডিও লিংক: https://youtu.be/ecx_I1YZubQ

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

কামরুজ্জামান রাব্বির স্বার্থ ছাড়া হয় না মানুষ (ভিডিও)

প্রকাশিত : ১২:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও ‘স্বার্থ ছাড়া হয় না মানুষ’। আমিতো ভালা না খ্যাত কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি একই ব্যানারে এর আগে ‘সাধু কানা’ ও ‘গুরু’ শীর্ষক গান দুটিতে সাফল্য দেখিয়েছেন।

এবারের গান স্বার্থ ছাড়া হয় না মানুষ এর কথা ও সুর করেছেন আকাশ নিবির। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। ফিল্ম্যানিয়াক টিমের পরিচালনায় ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন কামরুল ইসলাম। সম্পাদনা ও বঙবিন্যাস করেছেন রনি শিকদার জিতু।

নতুন এই গান প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘এই গানটির সুর ও কথা অনেকটা ফোন প্যাটার্নের। শ্রোতারা শুনে আরাম পাবেন। একই ব্যানারে আমার বেশ কিছু গান প্রস্তুত হচ্ছে। শিগগিরই সেগুলো শ্রোতাদের সামনে তুলে ধরা হবে।’

ভিডিও লিংক: https://youtu.be/ecx_I1YZubQ

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার