০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

অন্তঃসত্ত্বা হয়ে হাসপা‌তালে মিথিলা!

একজন তারকার কত গুণ থাকতে পারে, তা রাফিয়াথ রশিদ মিথিলাকে দেখলে ভালোভাবেই বোঝা যায়। অনেকগুণের মিশেলেই এক অনন্য মিথিলাল একইসঙ্গে তিনি সমাজকর্মী, শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। তবে বিভিন্ন উৎসবে তাকে অভিনেত্র‌ী হিসেবেই বেশি দেখা যায়।

এবারের ঈদে বেশ কয়েকটি নতুন নাটকে হাজির হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। এরমধ্যে অন্যতম ‘বিয়িং ওম্যান’। সেখানে তাকে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেল।

মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। তিনি বলেন, এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তাসে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। নাটকটির গল্প ক্লাসিক্যাল ধাঁচের। যা মধ্যবিত্ত পরিবারে প্রায়ই দেখা যায়। একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন-তাই তুলে ধরা হবে এখানে।

তিনি আরও যোগ করেন, পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। যেখানে মিথিলা মাও হন। নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

অন্তঃসত্ত্বা হয়ে হাসপা‌তালে মিথিলা!

প্রকাশিত : ০৫:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

একজন তারকার কত গুণ থাকতে পারে, তা রাফিয়াথ রশিদ মিথিলাকে দেখলে ভালোভাবেই বোঝা যায়। অনেকগুণের মিশেলেই এক অনন্য মিথিলাল একইসঙ্গে তিনি সমাজকর্মী, শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। তবে বিভিন্ন উৎসবে তাকে অভিনেত্র‌ী হিসেবেই বেশি দেখা যায়।

এবারের ঈদে বেশ কয়েকটি নতুন নাটকে হাজির হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। এরমধ্যে অন্যতম ‘বিয়িং ওম্যান’। সেখানে তাকে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেল।

মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। তিনি বলেন, এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তাসে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। নাটকটির গল্প ক্লাসিক্যাল ধাঁচের। যা মধ্যবিত্ত পরিবারে প্রায়ই দেখা যায়। একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন-তাই তুলে ধরা হবে এখানে।

তিনি আরও যোগ করেন, পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। যেখানে মিথিলা মাও হন। নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত