১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

লাখ টাকায় মালদ্বীপে রাত কাটছে শ্রাবন্তীর

গত মাসেই ছেলে আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভূ-স্বর্গ কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার মালদ্বীপে প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নিয়ে প্রেমের আমেজে শ্রাবন্তী। অন্যদিকে শ্রাবন্তী-পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা দামিনী ঘোষ। চার জনে মিলে মালদ্বীপের সমুদ্রে হাওয়াবদল করছেন!

ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি দিলেন শ্রাবন্তী। আপাতত তার ঠিকানা মালদ্বীপের বিলাসবহুল রিসোর্ট। ছবিতে দেখা যাচ্ছে, সাদা লম্বা ঝুলের শার্ট পরে তিনি দাঁড়িয়ে আছেন। পাশেই নীলাভ সমুদ্র! অভিনেত্রীর মুখে হাসি, হাতে পানীয়ের গ্লাস। তার চোখ ঢেকেছে কালো চশমায়। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হাসি এমন এক জিনিস, যা ক্ষণিকেই ছুটির আমেজ দিতে পারে’।

শ্রাবন্তীর এই বোল্ড অবতার দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। অনেকে সাবধান করে লিখেছেন, ‘দিদি, জামাটা কিন্তু অনেকটা কাটা’, কেউ লিখেছেন, ‘তোমার প্যান্ট কই?’। দ্বিতীয় ছবিতে চোখ রাখলে স্পষ্ট দেখা যাচ্ছে কাফতান স্টাইলের এই শার্টের পাশ দিয়ে শ্রাবন্তীর শরীরের বেশ অনেকখানি অংশই উন্মুক্ত। আসলে বিকিনির উপর এই শার্ট পরেছিলেন নায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে বিকিনিতেও ছবি পোস্ট করেছেন, কিন্তু মুখের ক্লোজ-আপ নায়িকার বোল্ড অবতার চাপা পড়েছে!

এদিকে দামিনী আর ঝিনুকের ইনস্টাগ্রাম স্টোরিতেও এখন শুধুই মালদ্বীপ। নীল ঝকঝকে আকাশ, জলের ওপর সূর্যের ছটা, দু’জনেই বিমানের জানলা থেকে মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করেছেন। তারওপর লোভনীয় নানা সি-ফুডের ছবিও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে।

খোঁজ নিয়ে জানা গেল কলকাতার এই দুই প্রেমিক জুটি রয়েছেন ‘লাক্স সাউথ অ্যারি অ্যাটোল’-এ। যার সর্বনিম্ন ভাড়া প্রতিদিন ৫৭ হাজার টাকা। সব থেকে দামি কটেজটি-র ভাড়া এক লাখ টাকার বেশি। বেশিরভাগ কটেজই সি ফেসিং। কয়েকটি কটেজে ব্যক্তিগত সুইমুং পুলও রয়েছে। যেগুলোর ভাড়া প্রতিদিন ৮০ হাজারের কাছাকাছি। ঝিনুকের প্রেমিকা-মডেল দামিনীর ছবিতে ধরা পড়েছে, তিনি যে কটেজে আছেন তার নিচেই টলমল করছে নীল জল। এবার ভাড়ার খতিয়ান আপনারাই করে নিন!

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

লাখ টাকায় মালদ্বীপে রাত কাটছে শ্রাবন্তীর

প্রকাশিত : ০৬:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

গত মাসেই ছেলে আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভূ-স্বর্গ কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার মালদ্বীপে প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নিয়ে প্রেমের আমেজে শ্রাবন্তী। অন্যদিকে শ্রাবন্তী-পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা দামিনী ঘোষ। চার জনে মিলে মালদ্বীপের সমুদ্রে হাওয়াবদল করছেন!

ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি দিলেন শ্রাবন্তী। আপাতত তার ঠিকানা মালদ্বীপের বিলাসবহুল রিসোর্ট। ছবিতে দেখা যাচ্ছে, সাদা লম্বা ঝুলের শার্ট পরে তিনি দাঁড়িয়ে আছেন। পাশেই নীলাভ সমুদ্র! অভিনেত্রীর মুখে হাসি, হাতে পানীয়ের গ্লাস। তার চোখ ঢেকেছে কালো চশমায়। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হাসি এমন এক জিনিস, যা ক্ষণিকেই ছুটির আমেজ দিতে পারে’।

শ্রাবন্তীর এই বোল্ড অবতার দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। অনেকে সাবধান করে লিখেছেন, ‘দিদি, জামাটা কিন্তু অনেকটা কাটা’, কেউ লিখেছেন, ‘তোমার প্যান্ট কই?’। দ্বিতীয় ছবিতে চোখ রাখলে স্পষ্ট দেখা যাচ্ছে কাফতান স্টাইলের এই শার্টের পাশ দিয়ে শ্রাবন্তীর শরীরের বেশ অনেকখানি অংশই উন্মুক্ত। আসলে বিকিনির উপর এই শার্ট পরেছিলেন নায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে বিকিনিতেও ছবি পোস্ট করেছেন, কিন্তু মুখের ক্লোজ-আপ নায়িকার বোল্ড অবতার চাপা পড়েছে!

এদিকে দামিনী আর ঝিনুকের ইনস্টাগ্রাম স্টোরিতেও এখন শুধুই মালদ্বীপ। নীল ঝকঝকে আকাশ, জলের ওপর সূর্যের ছটা, দু’জনেই বিমানের জানলা থেকে মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করেছেন। তারওপর লোভনীয় নানা সি-ফুডের ছবিও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে।

খোঁজ নিয়ে জানা গেল কলকাতার এই দুই প্রেমিক জুটি রয়েছেন ‘লাক্স সাউথ অ্যারি অ্যাটোল’-এ। যার সর্বনিম্ন ভাড়া প্রতিদিন ৫৭ হাজার টাকা। সব থেকে দামি কটেজটি-র ভাড়া এক লাখ টাকার বেশি। বেশিরভাগ কটেজই সি ফেসিং। কয়েকটি কটেজে ব্যক্তিগত সুইমুং পুলও রয়েছে। যেগুলোর ভাড়া প্রতিদিন ৮০ হাজারের কাছাকাছি। ঝিনুকের প্রেমিকা-মডেল দামিনীর ছবিতে ধরা পড়েছে, তিনি যে কটেজে আছেন তার নিচেই টলমল করছে নীল জল। এবার ভাড়ার খতিয়ান আপনারাই করে নিন!

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত