০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

খুনের রহস্য বের করার গল্পই ‘লাইভ’ মুক্তি পাচ্ছে আজ

‘লাইভ’ ছবির একটি দৃশ্যছবি : সংগৃহীত

একটি পরিবারের একজন খুন হয়। খুনের ঘটনায় ওই পরিবারের সদস্য জয়া গ্রেপ্তার হয়। তাকে বাঁচাতে দেশের বাইরে আসে তার স্বামী মিলন। মানসিকভাবে ভেঙে পড়া জয়াকে সঙ্গ দিতে মিলন যখন তার পাশে দাঁড়ায়, তখন আরও দুটি খুনের ঘটনা সামনে চলে আসে। পুরো ঘটনার রহস্য উন্মোচন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নামেন। খুনের ঘটনায় জয়া জড়িত, নাকি অন্য কোনো চক্র? এর উত্তর জানতে ‘লাইভ’ ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে।

‘লাইভ’ ছবির একটি দৃশ্যছবি : সংগৃহীত

‘লাইভ’ ছবির পরিচালক শামীম আহমেদ জানান, একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে এই ছবির গল্প। একটি পরিবারের মধ্যে খুন হয়, সেই খুনের রহস্য বের করার গল্পই ‘লাইভ’। শুক্রবার সিনেপ্লেক্স, বক্লবাস্টারসহ দেশের ২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালক বলেন, কাজটি করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে।

গল্পের একটি অংশের শুটিংয়ের জন্য ঢাকার অদূরে একটি বাড়ির পুরো অংশ পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কোনো ফ্যান, এসি, এমনকি বাইরে থেকে কোনো বাতাস ঢোকার ব্যবস্থা ছিল না। গুমোট পরিবেশ সৃষ্টি করে পাঁচ দিন শুটিং করা হয়েছে। কয়েকটি দৃশ্যের জন্য টানা দুই রাত, দুই দিন ক্যামেরা বন্ধ হয়নি সেখানে। দু-একজন অসুস্থও হয়ে পড়েছিলেন কাজটি করতে গিয়ে।

‘লাইভ’ ছবিতে মিলন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক। ছবিটি নিয়ে তাঁর মন্তব্য, ‘ছবিটি নিয়ে আমার প্রত্যাশা বেশি। শুটিংয়ের সময় বোঝা যায়, কাজটি কেমন হচ্ছে। গল্পের প্রয়োজনে কোথাও আপস করেননি পরিচালক, যেটি এই ছবির একটি ভালো দিক। এই কাজ করতে গিয়ে আমার উপলব্ধি হয়েছে, দর্শকের কাছে গল্পটি সহজেই পৌঁছে যাবে। আর ছবির সব শিল্পী কাজটি করতে গিয়ে যেভাবে শ্রম দিয়েছেন, আমার বিশ্বাস, সিনেমাটি দেখার পর দর্শকের মনপ্রাণ ভরে যাবে।’

 

মাহিয়া মাহি ও সাইমন

জয়া চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তিনি বললেন, ‘আমি অনেক দিন থেকে সিনেমায় অভিনয় করছি। মাঝে হয়তো আমার কাজের ধারাবাহিকতা ছিল না। আমার কাছে মনে হয়েছে, ছবিটি আমার ক্যারিয়ারে নতুন করে টার্নিং পয়েন্ট হতে পারে। কাজটি করে আমি খুবই মনের আরাম পেয়েছি।’ এই চিত্রনায়িকা আরও বলেন, ‘গল্পের পরতে পরতে চমকে ভরা। বর্তমান সময়ে যে ধরনের সিনেমায় দর্শক তুষ্ট হন, সে ধরনের ছবি এটি। গল্প বলেন আর অভিনয় বলেন, সবই এই সিনেমায় পাবেন দর্শক।’ ছবিতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, সাবেরী আলম, সিবা সানু, কমল পাটেকার প্রমুখ।

‘লাইভ’ ছবির একটি দৃশ্যছবি : সংগৃহীত

এদিকে ছবিটির মুক্তি উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এখন সময় এসেছে সিনেমার। পরিবার নিয়ে নতুন নতুন দর্শক আসছেন সিনেমা দেখতে। পাশাপাশি এফডিসিতে বড় বড় মহরত হচ্ছে। আমার কাছে মনে হয়, আস্তে আস্তে সিনেমার ক্রান্তিকাল দূর হচ্ছে।

“লাইভ” সিনেমাটির ট্রেলার দেখে মনে হয়েছে, একটা ভালো ছবি হবে এটি। আপনারা সিনেমাটি দেখতে হলে যাবেন, সবাইকে যেতে বলবেন। কারণ, সিনেমার দিন ফিরে এলে আমরা সবাই ভালো থাকব।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিপুণ আক্তারসহ ছবির পরিচালক, শিল্পীদের অনেকেই। ছবির গল্প ও চিত্রনাট্য পরিচালকেরই।

বিজনেস বাংলাদেশ/হাবিব

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খুনের রহস্য বের করার গল্পই ‘লাইভ’ মুক্তি পাচ্ছে আজ

প্রকাশিত : ১০:৫৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

একটি পরিবারের একজন খুন হয়। খুনের ঘটনায় ওই পরিবারের সদস্য জয়া গ্রেপ্তার হয়। তাকে বাঁচাতে দেশের বাইরে আসে তার স্বামী মিলন। মানসিকভাবে ভেঙে পড়া জয়াকে সঙ্গ দিতে মিলন যখন তার পাশে দাঁড়ায়, তখন আরও দুটি খুনের ঘটনা সামনে চলে আসে। পুরো ঘটনার রহস্য উন্মোচন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নামেন। খুনের ঘটনায় জয়া জড়িত, নাকি অন্য কোনো চক্র? এর উত্তর জানতে ‘লাইভ’ ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে।

‘লাইভ’ ছবির একটি দৃশ্যছবি : সংগৃহীত

‘লাইভ’ ছবির পরিচালক শামীম আহমেদ জানান, একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে এই ছবির গল্প। একটি পরিবারের মধ্যে খুন হয়, সেই খুনের রহস্য বের করার গল্পই ‘লাইভ’। শুক্রবার সিনেপ্লেক্স, বক্লবাস্টারসহ দেশের ২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালক বলেন, কাজটি করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে।

গল্পের একটি অংশের শুটিংয়ের জন্য ঢাকার অদূরে একটি বাড়ির পুরো অংশ পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কোনো ফ্যান, এসি, এমনকি বাইরে থেকে কোনো বাতাস ঢোকার ব্যবস্থা ছিল না। গুমোট পরিবেশ সৃষ্টি করে পাঁচ দিন শুটিং করা হয়েছে। কয়েকটি দৃশ্যের জন্য টানা দুই রাত, দুই দিন ক্যামেরা বন্ধ হয়নি সেখানে। দু-একজন অসুস্থও হয়ে পড়েছিলেন কাজটি করতে গিয়ে।

‘লাইভ’ ছবিতে মিলন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক। ছবিটি নিয়ে তাঁর মন্তব্য, ‘ছবিটি নিয়ে আমার প্রত্যাশা বেশি। শুটিংয়ের সময় বোঝা যায়, কাজটি কেমন হচ্ছে। গল্পের প্রয়োজনে কোথাও আপস করেননি পরিচালক, যেটি এই ছবির একটি ভালো দিক। এই কাজ করতে গিয়ে আমার উপলব্ধি হয়েছে, দর্শকের কাছে গল্পটি সহজেই পৌঁছে যাবে। আর ছবির সব শিল্পী কাজটি করতে গিয়ে যেভাবে শ্রম দিয়েছেন, আমার বিশ্বাস, সিনেমাটি দেখার পর দর্শকের মনপ্রাণ ভরে যাবে।’

 

মাহিয়া মাহি ও সাইমন

জয়া চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তিনি বললেন, ‘আমি অনেক দিন থেকে সিনেমায় অভিনয় করছি। মাঝে হয়তো আমার কাজের ধারাবাহিকতা ছিল না। আমার কাছে মনে হয়েছে, ছবিটি আমার ক্যারিয়ারে নতুন করে টার্নিং পয়েন্ট হতে পারে। কাজটি করে আমি খুবই মনের আরাম পেয়েছি।’ এই চিত্রনায়িকা আরও বলেন, ‘গল্পের পরতে পরতে চমকে ভরা। বর্তমান সময়ে যে ধরনের সিনেমায় দর্শক তুষ্ট হন, সে ধরনের ছবি এটি। গল্প বলেন আর অভিনয় বলেন, সবই এই সিনেমায় পাবেন দর্শক।’ ছবিতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, সাবেরী আলম, সিবা সানু, কমল পাটেকার প্রমুখ।

‘লাইভ’ ছবির একটি দৃশ্যছবি : সংগৃহীত

এদিকে ছবিটির মুক্তি উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এখন সময় এসেছে সিনেমার। পরিবার নিয়ে নতুন নতুন দর্শক আসছেন সিনেমা দেখতে। পাশাপাশি এফডিসিতে বড় বড় মহরত হচ্ছে। আমার কাছে মনে হয়, আস্তে আস্তে সিনেমার ক্রান্তিকাল দূর হচ্ছে।

“লাইভ” সিনেমাটির ট্রেলার দেখে মনে হয়েছে, একটা ভালো ছবি হবে এটি। আপনারা সিনেমাটি দেখতে হলে যাবেন, সবাইকে যেতে বলবেন। কারণ, সিনেমার দিন ফিরে এলে আমরা সবাই ভালো থাকব।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিপুণ আক্তারসহ ছবির পরিচালক, শিল্পীদের অনেকেই। ছবির গল্প ও চিত্রনাট্য পরিচালকেরই।

বিজনেস বাংলাদেশ/হাবিব