০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬

ঢাকাস্থ ফেনী জেলা এসএসসি ৯৩,এইচ এস সি ৯৫ বন্ধুদের আনন্দ আড্ডা অনুষ্ঠিত

যুগের পরিবর্তে কর্ম ব্যস্ত শহরে সবাই যখন একই শহরে থেকে ও দেখা করতে পারে না সুধু সময়ের ব্যস্ততার কারনে। ঠিক সেই মহুত্বে হাজার ব্যস্ততার মধ্যে বন্ধুত্বের বন্ধন কে অটুট রাখতে মাসে ছয় মাসে হলে ও ঢাকাস্থ ফেনী জেলা এসএসসি ৯৩,
এইচএসসি ৯৫ বন্ধুদের হয় আড্ডা ও মিলন মেলা । উক্ত মিলন মেলা সারাদিন ব্যাপি অনুষ্ঠিত হয় রাজধানীসহ দেশে বিভিন্ন মনোরম কোলাহল মুক্ত পরিবেশে । শুক্রবার ১৬ সেপ্টেম্বর বন্ধুদের পূর্ব পরিকল্পনা মতে সকাল টি শুরু হয় রাজধানীর আরামবাগের ক্যাফে মারলিন রেস্তোরা নেহারী পাটি ও নাস্তার মধ্য দিয়ে।

ফজর নামাজের পর থেকে বন্ধুরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একে একে আরামবাগ আসতে থাকে
বন্ধুদের প্রথমে পদ্ম, শাপলা, গোলাপ, বিভিন্ন ফুল দিয়ে বরণ করা হয়। এরপরে বন্ধুদের ঐতিহ্যবাহী পুরান ঢাকার নেহারী, চাপাতি রুটি, নানরুটি, পরটা বিভিন্ন সবজি ও গরম গরুর দুধের চা দিয়ে বন্ধুদের অপ্যায়ন করা হয়।
বন্ধু সারওয়ার উদ্দিনের সৌজন্য নাস্তার আয়োজনে খুব প্রাণবন্ত হয়ে উঠে।নাস্তা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠিত হয় এতে বন্ধু এডভোকেট মোশারফ হোসেন বাদল সুপ্রীমকোটে প্র্যাকটিসের অনুমতি পাওয়া, বন্ধু অ্যাডভোকেট মহসীন মজুমদার লেবার কোর্ট বার ঢাকার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া, ও বন্ধু এএসআই রাজন স্বেচ্ছাসেবক লীগের নেতা নির্বাচিত হওয়ায় বন্ধুদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা দেওয়া হয়।

বিশিষ্ট ব্যাংকার সফল সংগঠক ও স্বপ্লীন সংগঠনের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু সঞ্চালনায় বক্তব্য রাখেন
মোঃ ইসমাইল নাসির,সরোয়ার উদ্দিন, মোশারফ হোসেন স্বপন, স্বাধীন, নুরুল কাদের, হাসান তালুকদার, অ্যাডভোকেট মোশাররফ হোসেন বাদল, আব্বাস উদ্দিন, জসীমউদ্দীন,এডভোকেট মহসিন মজুমদার, রাজন , তোফায়েল আহমেদ প্রমুখ। সারাদিন ব্যাপি এই আনন্দ আড্ডা মজা মাস্তি খাওয়া দাওয়া আর একটু বিনোদন মধ্যে দিয়ে পুরো দিনটির পরিসমাপ্তি করা হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেনসহ ২০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকাস্থ ফেনী জেলা এসএসসি ৯৩,এইচ এস সি ৯৫ বন্ধুদের আনন্দ আড্ডা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

যুগের পরিবর্তে কর্ম ব্যস্ত শহরে সবাই যখন একই শহরে থেকে ও দেখা করতে পারে না সুধু সময়ের ব্যস্ততার কারনে। ঠিক সেই মহুত্বে হাজার ব্যস্ততার মধ্যে বন্ধুত্বের বন্ধন কে অটুট রাখতে মাসে ছয় মাসে হলে ও ঢাকাস্থ ফেনী জেলা এসএসসি ৯৩,
এইচএসসি ৯৫ বন্ধুদের হয় আড্ডা ও মিলন মেলা । উক্ত মিলন মেলা সারাদিন ব্যাপি অনুষ্ঠিত হয় রাজধানীসহ দেশে বিভিন্ন মনোরম কোলাহল মুক্ত পরিবেশে । শুক্রবার ১৬ সেপ্টেম্বর বন্ধুদের পূর্ব পরিকল্পনা মতে সকাল টি শুরু হয় রাজধানীর আরামবাগের ক্যাফে মারলিন রেস্তোরা নেহারী পাটি ও নাস্তার মধ্য দিয়ে।

ফজর নামাজের পর থেকে বন্ধুরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একে একে আরামবাগ আসতে থাকে
বন্ধুদের প্রথমে পদ্ম, শাপলা, গোলাপ, বিভিন্ন ফুল দিয়ে বরণ করা হয়। এরপরে বন্ধুদের ঐতিহ্যবাহী পুরান ঢাকার নেহারী, চাপাতি রুটি, নানরুটি, পরটা বিভিন্ন সবজি ও গরম গরুর দুধের চা দিয়ে বন্ধুদের অপ্যায়ন করা হয়।
বন্ধু সারওয়ার উদ্দিনের সৌজন্য নাস্তার আয়োজনে খুব প্রাণবন্ত হয়ে উঠে।নাস্তা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠিত হয় এতে বন্ধু এডভোকেট মোশারফ হোসেন বাদল সুপ্রীমকোটে প্র্যাকটিসের অনুমতি পাওয়া, বন্ধু অ্যাডভোকেট মহসীন মজুমদার লেবার কোর্ট বার ঢাকার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া, ও বন্ধু এএসআই রাজন স্বেচ্ছাসেবক লীগের নেতা নির্বাচিত হওয়ায় বন্ধুদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা দেওয়া হয়।

বিশিষ্ট ব্যাংকার সফল সংগঠক ও স্বপ্লীন সংগঠনের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু সঞ্চালনায় বক্তব্য রাখেন
মোঃ ইসমাইল নাসির,সরোয়ার উদ্দিন, মোশারফ হোসেন স্বপন, স্বাধীন, নুরুল কাদের, হাসান তালুকদার, অ্যাডভোকেট মোশাররফ হোসেন বাদল, আব্বাস উদ্দিন, জসীমউদ্দীন,এডভোকেট মহসিন মজুমদার, রাজন , তোফায়েল আহমেদ প্রমুখ। সারাদিন ব্যাপি এই আনন্দ আড্ডা মজা মাস্তি খাওয়া দাওয়া আর একটু বিনোদন মধ্যে দিয়ে পুরো দিনটির পরিসমাপ্তি করা হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব