১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

সিহা মার্কেটিং এজেন্সি লি: ও ই-বিডিবাজার কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

উদ্যোক্তাবান্ধব ই-কমার্স মার্কেটপ্লেস ebdbazar.com ও সু-পরিচিত সিহা মার্কেটিং এজেন্সি লি: এর সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, রাজধানীর লালমাটিয়ায় সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেড-এর অফিসে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহ ইমদাদুল হক, হেড অফ অপারেশন আশেকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকতাগণ।

অনুষ্ঠানে ই-বিডি বাজারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এয়াকুব বাদশা ও পরিচালক বিশিষ্ট সাংবাদিক বাবুল হৃদয়।

এই চুক্তি স্বাক্ষর এর মাধ্যমে সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেড ই-বিডি বাজারের জন্য ফিল্ড সেলার একুইজিশন এবং অফলাইন ক্যাম্পেইন-এর কাজ করবে।

সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেড দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান এর জন্য সেলার একুইজিশনের কাজ এবং অফলাইন ব্রান্ড প্রোমোশন কার্যক্রমে কাজ করছে এবং ইতিমধ্যেই গ্রাহকদের আস্থার জায়গা দখল করেছে। সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেডের টিম সারা বাংলাদেশে সফলভাবে কাজ করছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

সিহা মার্কেটিং এজেন্সি লি: ও ই-বিডিবাজার কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

প্রকাশিত : ০৯:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

উদ্যোক্তাবান্ধব ই-কমার্স মার্কেটপ্লেস ebdbazar.com ও সু-পরিচিত সিহা মার্কেটিং এজেন্সি লি: এর সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, রাজধানীর লালমাটিয়ায় সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেড-এর অফিসে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহ ইমদাদুল হক, হেড অফ অপারেশন আশেকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকতাগণ।

অনুষ্ঠানে ই-বিডি বাজারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এয়াকুব বাদশা ও পরিচালক বিশিষ্ট সাংবাদিক বাবুল হৃদয়।

এই চুক্তি স্বাক্ষর এর মাধ্যমে সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেড ই-বিডি বাজারের জন্য ফিল্ড সেলার একুইজিশন এবং অফলাইন ক্যাম্পেইন-এর কাজ করবে।

সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেড দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান এর জন্য সেলার একুইজিশনের কাজ এবং অফলাইন ব্রান্ড প্রোমোশন কার্যক্রমে কাজ করছে এবং ইতিমধ্যেই গ্রাহকদের আস্থার জায়গা দখল করেছে। সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেডের টিম সারা বাংলাদেশে সফলভাবে কাজ করছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ