০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

‘ই-বিজ ফেয়ার’ উদ্বোধন মঙ্গলবার

‘নক্ষত্র নারী সংগঠন’ ও ‘কিউরিয়াস মিডিয়া’র উদ্যোগে ‘ই-বিজ ফেয়ার ২০২২’ শিরোনামে নারী উদ্যোক্তা মেলা শুরু হচ্ছে মঙ্গলবার (০১ নভেম্বর)। দুই দিনব্যাপী এ মেলায় অংশ নেবেন প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা।

সোমবার (৩১ অক্টোবর) কিউরিয়াস মিডিয়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলা উদ্বোধন হবে মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা ১১টায়। ধানমন্ডির ২৭ নম্বরে উইমেন ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে (বাড়ি # ২০, সড়ক # ২৭, ধানমন্ডি, ঢাকা-১২০৯) মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন এফবিসিসিআইয়ের চিফ অফ মেম্বার বডি ও টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, মেলার উদ্বোধক হিসেবে থাকবেন ফ্যাশন ডিজাইনার নাহরীন চৌধুরী ও ই-ক্লাব’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারুফ লিয়াকত।

মেলার দ্বিতীয় দিন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ই-ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান। বিশেষ অতিথি হিসেবে থাকছেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস এবং মডেল ও অভিনেতা অন্তু করিম।

দুই দিনব্যাপী এই উৎসবে থাকছে ইউনিক ডিজাইনের পোশাক, শাড়ির স্টল, হাতের তৈরি পাট পণ্য, গামছা ও কাঠের তৈরি ইউনিক গহনা, বিভিন্ন প্রসাধনীর স্টল, ডায়েট প্রোডাক্ট, চাদর, হাতের কাজের বুটিকের জামা, শাড়ি ও ব্যাগ, ইনডোর প্ল্যান্ট, কাসা-পিতলের সরঞ্জাম, পিঠাপুলি, মুখরোচক সব ঘরোয়া বাহারি খাবারসহ নানা পণ্যের সমাহার।

মেলায় কোনো প্রবেশমূল্য নেই। মেলায় পাওয়ার্ড বাই হিসেবে আছে টেলিলিংক গ্রুপ। কো-অপারেট পার্টনার জুবিয়া ফ্যাশন ও ওয়ান ইলেভেন স্টোর। মিডিয়া পার্টনার হিসেবে আছে, দৈনিক সমকাল, দ্য এশিয়ান এইজ, ‌এখন টিভি, জাগোনিউজ২৪ ডটকম, স্পাইস এফএম ও দৈনিক দেশকাল। শুভাকাঙ্খি প্রতিষ্ঠান হিসেবে আছে ই-বিডিবাজার, ডেইলি উইমেন বাংলাদেশ, ই-বাংলা ডটপ্রেস, অভিগো, বইসমগ্র ও উদ্যোক্তা প্রতিষ্ঠান দেশী১০।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

‘ই-বিজ ফেয়ার’ উদ্বোধন মঙ্গলবার

প্রকাশিত : ০৬:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

‘নক্ষত্র নারী সংগঠন’ ও ‘কিউরিয়াস মিডিয়া’র উদ্যোগে ‘ই-বিজ ফেয়ার ২০২২’ শিরোনামে নারী উদ্যোক্তা মেলা শুরু হচ্ছে মঙ্গলবার (০১ নভেম্বর)। দুই দিনব্যাপী এ মেলায় অংশ নেবেন প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা।

সোমবার (৩১ অক্টোবর) কিউরিয়াস মিডিয়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলা উদ্বোধন হবে মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা ১১টায়। ধানমন্ডির ২৭ নম্বরে উইমেন ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে (বাড়ি # ২০, সড়ক # ২৭, ধানমন্ডি, ঢাকা-১২০৯) মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন এফবিসিসিআইয়ের চিফ অফ মেম্বার বডি ও টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, মেলার উদ্বোধক হিসেবে থাকবেন ফ্যাশন ডিজাইনার নাহরীন চৌধুরী ও ই-ক্লাব’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারুফ লিয়াকত।

মেলার দ্বিতীয় দিন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ই-ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান। বিশেষ অতিথি হিসেবে থাকছেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস এবং মডেল ও অভিনেতা অন্তু করিম।

দুই দিনব্যাপী এই উৎসবে থাকছে ইউনিক ডিজাইনের পোশাক, শাড়ির স্টল, হাতের তৈরি পাট পণ্য, গামছা ও কাঠের তৈরি ইউনিক গহনা, বিভিন্ন প্রসাধনীর স্টল, ডায়েট প্রোডাক্ট, চাদর, হাতের কাজের বুটিকের জামা, শাড়ি ও ব্যাগ, ইনডোর প্ল্যান্ট, কাসা-পিতলের সরঞ্জাম, পিঠাপুলি, মুখরোচক সব ঘরোয়া বাহারি খাবারসহ নানা পণ্যের সমাহার।

মেলায় কোনো প্রবেশমূল্য নেই। মেলায় পাওয়ার্ড বাই হিসেবে আছে টেলিলিংক গ্রুপ। কো-অপারেট পার্টনার জুবিয়া ফ্যাশন ও ওয়ান ইলেভেন স্টোর। মিডিয়া পার্টনার হিসেবে আছে, দৈনিক সমকাল, দ্য এশিয়ান এইজ, ‌এখন টিভি, জাগোনিউজ২৪ ডটকম, স্পাইস এফএম ও দৈনিক দেশকাল। শুভাকাঙ্খি প্রতিষ্ঠান হিসেবে আছে ই-বিডিবাজার, ডেইলি উইমেন বাংলাদেশ, ই-বাংলা ডটপ্রেস, অভিগো, বইসমগ্র ও উদ্যোক্তা প্রতিষ্ঠান দেশী১০।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ