০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

অলিম্পিকে পদকজয়ী স্কেটার খুন

অলিম্পিকে পদকজয়ী কাজাখ ‘ফিগার স্কেটার’ ডেনিস টেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে একটি চোর চক্র।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আলমাটি শহরে কয়েকজন চোর ডেনিসের গাড়ির সামনের আয়নাটি চুরির চেষ্টা করছিল। বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে ডেনিসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চোররা। হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টা পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ডেনিসের।

ডেনিস টেন ২০১৪ সালের অলিম্পিকে ফিগার স্কেটিংয়ে ব্রোঞ্জ জয় করেন। তিনি ছিলেন পদকজয়ী প্রথম কাজাখ ফিগার স্কেটার।

ট্যাগ :
জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় ৩৫ (পঁয়ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

অলিম্পিকে পদকজয়ী স্কেটার খুন

প্রকাশিত : ০৭:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮

অলিম্পিকে পদকজয়ী কাজাখ ‘ফিগার স্কেটার’ ডেনিস টেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে একটি চোর চক্র।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আলমাটি শহরে কয়েকজন চোর ডেনিসের গাড়ির সামনের আয়নাটি চুরির চেষ্টা করছিল। বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে ডেনিসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চোররা। হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টা পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ডেনিসের।

ডেনিস টেন ২০১৪ সালের অলিম্পিকে ফিগার স্কেটিংয়ে ব্রোঞ্জ জয় করেন। তিনি ছিলেন পদকজয়ী প্রথম কাজাখ ফিগার স্কেটার।