আগামী দুই বছর মোস্তাফিজকে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নিষেধ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
ইনজুরি প্রবণতা কাটিয়ে দেশের হয়ে আরো বেশি খেলার জন্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
দেশের ক্রিকেটের যাচ্ছে তাই অবস্থা। দল হিসেবে বিপর্যস্ত, বিদেশের মাটিতে বেশি নাজুক। দলের মতোই বড় দুশ্চিন্তার নাম মোস্তাফিজ। ধূমকেতুর মতোই আবির্ভাব, এরপরই হারিয়ে যাওয়া। ছোট্ট ক্যারিয়ারে এরইমধ্যে চারবার ইনজুরিতে পড়েছেন কাটার মাস্টার।
বারবার এমন হচ্ছে কেন? প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন বোর্ড সভাপতি। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন তিনি। আর তাই এবার কাটার মাস্টারের বিষয়ে কঠিন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন পাপন।
মোস্তাফিজের বার বার আইপিএল খেলতে গিয়ে আহত হয়ে ফেরা এবং জাতীয় দলকে সার্ভিস দিতে না পারা প্রসঙ্গে বেশ ক্ষুব্ধ বিসিবি সভাপতি।
তিনি বলেন, মোস্তাফিজ এসে শুরুতে অসাধারণ সাফল্য নিয়ে এসেছিল। এখন বারবার ইনজুরিতে পড়ে যাচ্ছে। সে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাবে আর প্রতিবার আহত হয়ে দেশে ফিরে আসবে এবং জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে না। তা হয় না। এভাবে আর চলতে দেয়া যায় না।
তিনি আরো বলেন, সে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়ে আহত হবে আর বোর্ড তার রিহ্যাব ও চিকিৎসার দায়িত্ব পালন করবে এবং আবার সুস্থ হয়ে পরের বার একই ঘটনা ঘটবে- তা মোটেই গ্রহণযোগ্য নয়। এভাবে চলতে পারে না। তাই তাকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, আগামী দুই বছর তাকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেয়া হবে না।
বিসিবি থেকে দেয়া নির্দেশ মান্য করলে আগামী দুই বছর বাংলাদেশ ছাড়া অন্য কোথাও ঘরোয়া লিগ-টুর্নামেন্ট খেলতে পারবেন না মোস্তাফিজ।
এবার আইপিএল থেকে নিয়ে ফেরা চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি মুস্তাফিজ। বাইরে থাকতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও।
এর আগে ২০১৬ আইপিএল থেকেও এই বাঁহাতি পেসার ফিরেছিলেন হালকা চোট নিয়ে। পরে সেবারই ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে গিয়ে চোট পান কাঁধে। বড়সড় অস্ত্রোপচার হয় তার কাঁধে, যেটির ধকল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি এখনো।
সব মিলিয়ে বেশ চটেছেন নাজমুল হাসান।


























