বাংলাদেশের সিনেপাড়ার নায়করা মোটেও বেরসিক নন। অভিনয় জীবনের পরতে পরতে জড়িয়ে আছে নানা ঘটনা আর উপাখ্যান। ভক্তদের জন্য কিছু জানা অজানা তথ্য তুলে ধরা হলো।
১. প্রয়াত জসীম একমাত্র নায়ক যে সবচেয়ে বেশি লটারি জিতেছেন।
২. ওমর সানী সবচেয়ে বেশি চাবুকের বাড়ি খেয়েছেন।
৩. নায়ক ইলিয়াস কাঞ্চনকে সবচেয়ে বেশি ভুল বুঝেছে তার নায়িকা ও পরিবার। তার চোখ দিয়ে সবচেয়ে বেশি অশ্রু ঝরেছে।
৪. নায়ক মান্না নায়ক হয়েও সবচেয়ে বেশি গুণ্ডার অভিনয় করেছেন। সবচেয়ে বেশি পুলিশের অভিনয়টাও তার দখলে।
৫. বাংলা সিনেমায় সবচেয়ে বেশি বিয়ে করেছেন রিয়াজ।
৬. গরীব থেকে ধনী হয়েছেন সবচেয়ে বেশি নায়ক আলমগীর। রক্ত বিক্রি করার রেকর্ডও তার দখলে।
৭. বাংলা সিনেমায় সবচেয়ে বেশি ইংলিশ বলার রেকর্ড আছে নায়ক অনন্ত জলিলের।
৮. সবচেয়ে বেশি লিপস্টিক দিয়েছেন সাকিব খান। তার ‘কিং খান’ নামটাও বলিউড থেকে নেয়া।
৯. সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করেছেন প্রয়াত আনোয়ার হোসেন।
১০. সবচেয়ে বেশি ছ্যাঁকা খেয়েছেন বাপ্পারাজ।
১১. সবচেয়ে বেশি মদ খেয়ে মাতাল হয়েছেন নায়করাজ রাজ্জাক।
১২. সবচেয়ে চুম্মা চাটি করেছেন মেহেদী!
১৩. সবচেয়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন নায়ক ‘সালমান শাহ্’। সবচেয়ে স্টাইলিশও ছিলেন তিনি।


























