বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ভারতের চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি যকৃতের ক্যানসার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ ঢাকায় আনা হতে পারে।
আফজালুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা ক্লাবের সভাপতির দায়িত্বে ছিলেন। বাংলাদেশের নামী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজের চেয়ারম্যান এবং দীর্ঘদিন পৃষ্ঠপোষক ছিলেন আবাহনী লিমিটেড ও সূর্যতরুণ ক্লাবের।
সিনহার মৃত্যুতে বিসিবির পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এর বাইরে আবাহনী ক্লাব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানিয়েছে, আফজালুর রহমান সিনহার অকাল মৃত্যুতে আবাহনী পরিবারের পরিচালক মন্ডলী, স্থায়ী সদস্য, কর্মচারীবৃন্দসহ সবাই গভীরভারে শোকাহত। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।


























