নারী মাত্রই সৌন্দর্য সচেতন। সবাই নিজেকে সুন্দর দেখতে চান। আর একারনেই ত্বকের ছোটোখাটো সমস্যা হলেও উদ্বিগ্ন হয়ে উঠেন। অনেকেই বুঝতে পারেন না ত্বকের সমস্যা সমাধানে কোথায় যাবেন কী করবেন। এই সমস্যা সমাধানে বায়ো-জিন কসমেসিউটিক্যালস দিচ্ছে ফ্রী অনলাইন ডাক্তারি সেবা।
কোনো রকম চার্জ ছাড়াই শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯-৬টা পর্যন্ত ০১৭০৮-৪১১৪৭১ নম্বরে কল করে জেনে নিতে পারেন ত্বকের যে কোনো সমস্যার সমাধান। এছাড়াও ত্বকের নানা রকম সমস্যা সমাধানের জন্য বায়ো-জিন কসমেসিউটিক্যালস এর রয়েছে কমফোর্ট ডুয়েল অ্যাডভান্সড ট্রিটমেন্ট সার্ভিস।
একজন বিশেষজ্ঞের তত্বাবধানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পারমানেন্ট হেয়ার রিমুভাল সার্ভিস, পিম্পল ও দাগমুক্ত গ্লোয়িং ত্বক, বায়ো-হাইড্রাফেসিয়াল, ত্বকের রিংকেল, শরীরের অতিরিক্ত ফ্যাট, ডাবল চিন, লুজ স্কিন, পাফী আইস সহ ইত্যাদি সব সেবা। এসব সেবার খরচও থাকছে সাধ্যের মধ্যেই। প্রয়োজনীয় সেবাটি গ্রহণ করতে পারবেন বায়ো-জিনের ধানমন্ডি, মীরপুর ও উত্তরা শাখা থেকে। বিস্তারিত জানতে ফেসবুক: facebook.com/BioXinCosmeceuticals

























